গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৯ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২১ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে