ভোলা প্রতিনিধি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী ও টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন উপজেলা ছাত্রদল।
প্রসঙ্গত, গত ১৫ জুন (রোববার) বিকেলে কমিটি গঠনকে কেন্দ্র করে দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাঁর হাতের কবজি কেটে ফেলা হয়। আহত আনিসুর রহমানকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।
অভিযোগ রয়েছে, এ হামলায় সরাসরি অংশ নেন দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে ওই ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারী।
সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় হাইকমান্ডের দিক থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।
একই ঘটনায় ১৮ জুন (বুধবার) দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির ব্যাপারীর পদের কার্যক্রমও স্থগিত করেন উপজেলা বিএনপি।
এ ছাড়া গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম হামলার শিকার হয়েছেন। টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে ছাত্রদল, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এদিকে, পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হলেও পুলিশ তাঁদের গত এক সপ্তাহেও আটক করতে পারেনি। এতে করে বোরহানউদ্দিন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোলার বোরহানউদ্দিনে ছাত্রদলের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ জুন) রাতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলার দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী এবং একই উপজেলার টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাঁদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতার বহিষ্কারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
এর আগে দেউলা ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি মো. রাকিব ব্যাপারী ও টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন ফরাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলেন উপজেলা ছাত্রদল।
প্রসঙ্গত, গত ১৫ জুন (রোববার) বিকেলে কমিটি গঠনকে কেন্দ্র করে দেউলা ইউনিয়নের মজম বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সময় দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন এবং তাঁর হাতের কবজি কেটে ফেলা হয়। আহত আনিসুর রহমানকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হন।
অভিযোগ রয়েছে, এ হামলায় সরাসরি অংশ নেন দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে ওই ইউনিয়ন শাখা ছাত্রদলের সহসভাপতি রাকিব ব্যাপারী।
সংঘর্ষের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দলীয় হাইকমান্ডের দিক থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়।
একই ঘটনায় ১৮ জুন (বুধবার) দেউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমির ব্যাপারীর পদের কার্যক্রমও স্থগিত করেন উপজেলা বিএনপি।
এ ছাড়া গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম হামলার শিকার হয়েছেন। টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে ছাত্রদল, বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ওই শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এদিকে, পৃথক দুটি ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হলেও পুলিশ তাঁদের গত এক সপ্তাহেও আটক করতে পারেনি। এতে করে বোরহানউদ্দিন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২৪ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৬ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩১ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে