ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রিজটি পাথর ভর্তি ট্রলিসহ ভেঙে খালে পড়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি ট্রলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিসহ খালে পড়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় আরেক বাসিন্দা মনোজ হালদার বলেন, এই সড়ক ব্যতীত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যবস্থা নেই। তাই এখন মানুষের দুর্ভোগের শেষ নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়।
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তাদের আসার কথা রয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’
উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে