
ঝালকাঠিতে যাত্রীবাহী থ্রি-হুইলার (মাহিন্দ্রা) নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী।
আজ শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক মোড় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ বরগুনার বেতাগী উপজেলার বটতলা গ্রামের মতিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী গাড়িটিতে থাকা যাত্রীদের সূত্রে জানা গেছে, সকালে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন গাড়িটিতে থাকা অপর ছয় যাত্রী।
আহত যাত্রীরা হলো—কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের ইলাহী, একই উপজেলার বীণাপাণি গ্রামের রাসেল ও তাঁর স্ত্রী স্বর্ণা, রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের নাসির এবং একই উপজেলার ব্র্যাক অফিস মোড়ের বাসিন্দা মনিরসহ আরও একজন। আহত চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিয়াম আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। চারজন বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অপর এক যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। তাঁর মরদেহ বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনেরা আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, মাহিন্দ্রাটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে