ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনায় সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধারে অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি শুরু হয়। এদিকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয় জাহাজ জোহুর ও হুমায়ারা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাহাজটি পানির তলদেশ থেকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ জি এম আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে স্টিলের (তারের) মোটা ক্যাবল লাগানোর কাজ চলছে। সকালে একটি ক্যাবল লাগানো শেষ হয়েছে। রাতের মধ্যে আরও একটি ক্যাবল লাগানোর কাজ শেষ হবে। এরপর ওই ক্যাবল যাতে স্লিপ না কাটে সে জন্য জাম্প দেওয়া হবে। তারপর শুক্রবার থেকে আবার লিপ্টিং করা হবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।’
এদিকে পরিবেশ দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম জানান, জাহাজের নিরাপত্তা, তেল অপসারণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ কাজে নিয়োজিত থাকবেন।
পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসতে আরও পাঁচ দিন সময় লাগবে। তখন ক্ষতির পরিমাণ বলা যাবে।’
এদিকে দ্রুত জাহাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় ও পরিবেশবিদরা।
আরও পড়ুন:

ভোলার মেঘনায় সাড়ে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর উদ্ধার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধারে অভিযান চালালেও আজ বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি শুরু হয়। এদিকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
উদ্ধার অভিযানে অংশ নেয় জাহাজ জোহুর ও হুমায়ারা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সকাল থেকে ঘন কুয়াশা ও স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। জাহাজটি পানির তলদেশ থেকে উদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে বলেও জানান তিনি।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের এ জি এম আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে স্টিলের (তারের) মোটা ক্যাবল লাগানোর কাজ চলছে। সকালে একটি ক্যাবল লাগানো শেষ হয়েছে। রাতের মধ্যে আরও একটি ক্যাবল লাগানোর কাজ শেষ হবে। এরপর ওই ক্যাবল যাতে স্লিপ না কাটে সে জন্য জাম্প দেওয়া হবে। তারপর শুক্রবার থেকে আবার লিপ্টিং করা হবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।’
এদিকে পরিবেশ দূষণ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ল্যামর মেশিন দিয়ে বিশেষ প্রযুক্তির ব্যবহার করে নদী থেকে তেল অপসারণ করছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আকিফ খান রিদম জানান, জাহাজের নিরাপত্তা, তেল অপসারণ ও উদ্ধার কাজে অংশ নিয়েছে কোস্টগার্ড। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত তাঁরা এ কাজে নিয়োজিত থাকবেন।
পরিবেশ অধিদপ্তরের উপসচিব আবদুল হালিম বলেন, ‘দুর্ঘটনা কবলিত জাহাজের তেল পানিতে মিশে গেছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠিয়েছি। রিপোর্ট আসতে আরও পাঁচ দিন সময় লাগবে। তখন ক্ষতির পরিমাণ বলা যাবে।’
এদিকে দ্রুত জাহাজটি উদ্ধার করা না গেলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করছেন স্থানীয় ও পরিবেশবিদরা।
আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে