ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ গত রোববার ডুবে যায় এমভি সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। এ ঘটনার তিন দিন পার হলেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। জাহাজের তেল ছড়িয়ে পড়ছে নদীতে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভাটার টানে সাগরেও পৌঁছে যাচ্ছে এ তেল। ফলে তুলাতলি এলাকায় নদীতে মাছ শিকার করতে পারছে না জেলেরা। তাঁরা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। এতে ইলিশের অভয়ারণ্যসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নদীতে জাহাজের তেল ভেসে যাওয়ায় মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা গত দুদিন ধরে মেঘনার পানি ব্যবহার করছেন না। নদী দূষণের আশঙ্কাও করছেন স্থানীয়রা।
জাহাজ দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জাহাজ মালিক পদ্মা ওয়েল কোম্পানি, বিআইডব্লিউটিএ ও পেট্রোবাংলা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই তিন তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের (পাঁচ কর্মদিবস) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুই দিন ধরে তেলের ঝাঁজালো গন্ধের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।
তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘সব সময়ই মেঘনা নদীতে গোসল করতাম। কিন্তু আজ দুদিন ধরে নদীতে গোসল করছি না।’
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ) মো. শাহাজাহান মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদপুর থেকে একটি বর্জ্য ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করছি আগামীকাল বুধবার উদ্ধারকাজ পুরোপুরি শুরু করা যাবে।’
শাহজাহান আরও বলেন, জাহাজটি ম্যারিন আইন ভঙ্গ করে চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই জাহাজ সাগর নন্দি-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
তদন্তকারী কর্মকর্তা পদ্মা অয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেক বলেন, দুর্ঘটনাকবলিত কার্গোটি উদ্ধারের পর বলা যাবে সেটিতে কি পরিমাণ ডিজেল অবশিষ্ট আছে। এরপর বোঝা যাবে আসলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা।
আসিফ মালেক আরও বলেন, এ ব্যাপারে কার্গো মালিকপক্ষ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এ তেল নদী থেকে সাগরেও ছড়িয়ে পড়ছে। এতে মাছের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাবে।

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ গত রোববার ডুবে যায় এমভি সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ। এ ঘটনার তিন দিন পার হলেও আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। জাহাজের তেল ছড়িয়ে পড়ছে নদীতে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভাটার টানে সাগরেও পৌঁছে যাচ্ছে এ তেল। ফলে তুলাতলি এলাকায় নদীতে মাছ শিকার করতে পারছে না জেলেরা। তাঁরা তেলের ঝাঁজে নাকাল হয়ে পড়েছেন। এতে ইলিশের অভয়ারণ্যসহ জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নদীতে জাহাজের তেল ভেসে যাওয়ায় মেঘনার তীরবর্তী এলাকার বাসিন্দারা গত দুদিন ধরে মেঘনার পানি ব্যবহার করছেন না। নদী দূষণের আশঙ্কাও করছেন স্থানীয়রা।
জাহাজ দুর্ঘটনার পর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত জাহাজ মালিক পদ্মা ওয়েল কোম্পানি, বিআইডব্লিউটিএ ও পেট্রোবাংলা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই তিন তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের (পাঁচ কর্মদিবস) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
মেঘনা নদীতে মাছ শিকার করতে আসা জেলে মো. রুবেল জানান, গত দুই দিন ধরে তেলের ঝাঁজালো গন্ধের কারণে তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতে পারছেন না। বাধ্য হয়ে তাঁকে দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করতে হচ্ছে।
তুলাতলি মেঘনা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘সব সময়ই মেঘনা নদীতে গোসল করতাম। কিন্তু আজ দুদিন ধরে নদীতে গোসল করছি না।’
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ) মো. শাহাজাহান মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদপুর থেকে একটি বর্জ্য ও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আশা করছি আগামীকাল বুধবার উদ্ধারকাজ পুরোপুরি শুরু করা যাবে।’
শাহজাহান আরও বলেন, জাহাজটি ম্যারিন আইন ভঙ্গ করে চালানোর কারণে দুর্ঘটনার কবলে পড়েছে। তাই জাহাজ সাগর নন্দি-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
তদন্তকারী কর্মকর্তা পদ্মা অয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেক বলেন, দুর্ঘটনাকবলিত কার্গোটি উদ্ধারের পর বলা যাবে সেটিতে কি পরিমাণ ডিজেল অবশিষ্ট আছে। এরপর বোঝা যাবে আসলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা।
আসিফ মালেক আরও বলেন, এ ব্যাপারে কার্গো মালিকপক্ষ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা বলেন, এ তেল নদী থেকে সাগরেও ছড়িয়ে পড়ছে। এতে মাছের মারাত্মক ক্ষতি হবে। বিশেষ করে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে