নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ফের কর্মসূচি ঘোষণা করেছেন বরিশালে আন্দোলনকারীরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মচারীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ শনিবার দুপুরে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি এ ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, তাঁদের ওপর হামলাকারী শেবাচিমের কর্মচারীরা ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজ খেয়েছেন।
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পর স্বাস্থ্যের ডিজি বরিশালে আসেন। তিনি আমাদের দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং বলেন, প্রশাসন হস্তক্ষেপ করবে। তাঁর উসকানিতেই গত বৃহস্পতিবার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী বা আওয়ামী লীগে যারা আছে, এমন সুবিধাভোগীদের মদদে ওখানে (শেবাচিম হাসপাতাল) একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।’
মহিউদ্দিন রনি বলেন, ‘হামলার পর আমরা যখন শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ব্যস্ত, সে সুযোগে হামলাকারীরা থানায় গিয়ে আমাদের নামে মামলা করার চেষ্টা করেছে। মামলার ১ নম্বর সাক্ষী শেবাচিম হাসপাতালের স্টাফ সাইফুল ইসলাম অ্যাপ্রোন পরে হামলা চালিয়েছে। তিনি ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্য সাক্ষী ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন রাব্বি এবং ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল।’
মহিউদ্দিন রনি বলেন, শেবাচিমের কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করার পর উল্লাস করেছে। ১৫ আগস্টের আগের রাতে কাঙালিভোজ খেয়েছে। পরদিন তেহারি পার্টি করেছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না কার টাকা খেয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা আন্দোলন স্থগিত করিনি। আন্দোলন চলছে, চলবে। আমাদের ওপর যে হামলা করা হয়েছে, তার পূর্ণ তদন্ত শেষে বিচার চাই। যে কারণে রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে টাউন হলের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করব।’
প্রসঙ্গত, স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বরিশালে আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের মারামারি হয়। পরে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের পক্ষে মামলার জন্য কোতোয়ালি থানায় একটি অভিযোগ করা হয়।
থানায় অভিযোগকারী শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এজাহারে সাক্ষী হিসেবে সাইফুল, রাব্বি, ফয়সাল রয়েছেন। তাঁরা শেবাচিমের স্টাফ। কিন্তু তাঁরা রাজনীতি করতেন কি না, তা জানা নেই। তিনি বলেন, এজাহার থানায় দিয়ে এসেছেন, এখনো পুলিশ মামলা গ্রহণ করেনি।

স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ফের কর্মসূচি ঘোষণা করেছেন বরিশালে আন্দোলনকারীরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) কর্মচারীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলে আগামীকাল রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন তাঁরা। আজ শনিবার দুপুরে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি এ ঘোষণা দেন। এ সময় তিনি দাবি করেন, তাঁদের ওপর হামলাকারী শেবাচিমের কর্মচারীরা ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজ খেয়েছেন।
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পর স্বাস্থ্যের ডিজি বরিশালে আসেন। তিনি আমাদের দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং বলেন, প্রশাসন হস্তক্ষেপ করবে। তাঁর উসকানিতেই গত বৃহস্পতিবার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী বা আওয়ামী লীগে যারা আছে, এমন সুবিধাভোগীদের মদদে ওখানে (শেবাচিম হাসপাতাল) একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।’
মহিউদ্দিন রনি বলেন, ‘হামলার পর আমরা যখন শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ব্যস্ত, সে সুযোগে হামলাকারীরা থানায় গিয়ে আমাদের নামে মামলা করার চেষ্টা করেছে। মামলার ১ নম্বর সাক্ষী শেবাচিম হাসপাতালের স্টাফ সাইফুল ইসলাম অ্যাপ্রোন পরে হামলা চালিয়েছে। তিনি ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অন্য সাক্ষী ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল আমিন রাব্বি এবং ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল।’
মহিউদ্দিন রনি বলেন, শেবাচিমের কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করার পর উল্লাস করেছে। ১৫ আগস্টের আগের রাতে কাঙালিভোজ খেয়েছে। পরদিন তেহারি পার্টি করেছে। তিনি আরও বলেন, ‘আমরা জানি না কার টাকা খেয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা আন্দোলন স্থগিত করিনি। আন্দোলন চলছে, চলবে। আমাদের ওপর যে হামলা করা হয়েছে, তার পূর্ণ তদন্ত শেষে বিচার চাই। যে কারণে রোববার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে টাউন হলের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করব।’
প্রসঙ্গত, স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বরিশালে আন্দোলন চলছে। গত বৃহস্পতিবার শেবাচিম হাসপাতালের কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের মারামারি হয়। পরে শেবাচিম হাসপাতালের কর্মচারীদের পক্ষে মামলার জন্য কোতোয়ালি থানায় একটি অভিযোগ করা হয়।
থানায় অভিযোগকারী শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বলেন, এজাহারে সাক্ষী হিসেবে সাইফুল, রাব্বি, ফয়সাল রয়েছেন। তাঁরা শেবাচিমের স্টাফ। কিন্তু তাঁরা রাজনীতি করতেন কি না, তা জানা নেই। তিনি বলেন, এজাহার থানায় দিয়ে এসেছেন, এখনো পুলিশ মামলা গ্রহণ করেনি।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৮ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
৩০ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে