তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের ডালির খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সুফিয়া বেগম ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া বেগম গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মেয়ের নূপুর বানিয়ে দেওয়ার জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দুই দিন যাবৎ স্বজনেরা বাড়ির আশপাশের স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেল ৩টার দিকে মায়ের লাশ খালে ভাসতে দেখেন মেয়ে আজমাইন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। তবে এটা হত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মেয়ে আজমাইন জানায়, সোমবার রাত ৯টার দিকে এক জোড়া নূপুর তৈরি করার জন্য মানুষের বাড়িতে টাকা ধার চাইতে বের হয় তাঁর মা। এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজকের দুপুরের দিকে খালে মায়ের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় সে।
আজমাইন আরও জানায়, তাঁর মায়ের চাচাতো বোনের স্বামী সোনা মিয়াদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে তাঁর মাকে হত্যা করে খালে ফেলে রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সে।
এ বিষয়ে সোনা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ডালির খালে লাশ ভাসতে দেখে সুফিয়া বেগমের পরিবারের লোকজন খবর দেয়। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।’
লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘লাশ ফুলে উঠেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কিনা দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে এটা হত্যা কি না।’

বরগুনার তালতলীতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের ডালির খাল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সুফিয়া বেগম ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আলম বয়াতীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুফিয়া বেগম গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে মেয়ের নূপুর বানিয়ে দেওয়ার জন্য স্থানীয়দের কাছ থেকে টাকা ধার নেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দুই দিন যাবৎ স্বজনেরা বাড়ির আশপাশের স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাঁর কোনো সন্ধান পাননি। আজ বিকেল ৩টার দিকে মায়ের লাশ খালে ভাসতে দেখেন মেয়ে আজমাইন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এরপরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। তবে এটা হত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
মেয়ে আজমাইন জানায়, সোমবার রাত ৯টার দিকে এক জোড়া নূপুর তৈরি করার জন্য মানুষের বাড়িতে টাকা ধার চাইতে বের হয় তাঁর মা। এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজকের দুপুরের দিকে খালে মায়ের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় সে।
আজমাইন আরও জানায়, তাঁর মায়ের চাচাতো বোনের স্বামী সোনা মিয়াদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে তাঁর মাকে হত্যা করে খালে ফেলে রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করে সে।
এ বিষয়ে সোনা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ডালির খালে লাশ ভাসতে দেখে সুফিয়া বেগমের পরিবারের লোকজন খবর দেয়। লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না।’
লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘লাশ ফুলে উঠেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কিনা দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পরে বলা যাবে এটা হত্যা কি না।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৭ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৮ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
১০ ঘণ্টা আগে