পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

‘মোগো পাঁচজনেরে দুগ্গা আদার আইন্না দেতে মোর স্বামী, হেইয়া মোরা খাইতাম। এহন মোগো কেডা আদার আইন্না দেবে, আর মাইয়া-পোলারে কী খাওয়ামু?’ এভাবেই বিলাপ করছিলেন বরগুনার পাথরঘাটায় নিহত জেলে রিপনের স্ত্রী পাখি বেগম (২৭)। তাঁর স্বামীকে মারধর করে হত্যার অভিযোগ তুলেছেন মৎস্য বিভাগের সদস্যদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযানে কয়েকজন জেলেকে আটকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় নদীতে লাফিয়ে জেলে মোহাম্মদ রিপন নিখোঁজ হন। গতকাল শুক্রবার মধ্যরাতে নদীতে ভাসমান অবস্থায় জেলে রিপনের মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে রিপনের স্ত্রীর পাখি বেগমের দাবি, তাঁর স্বামী একজন সহজ-সরল মানুষ। রিপন সাঁতার জানেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে নদীতে মাছ শিকার করেন। সেই হিসাবে রিপন যদি ইচ্ছে করে নদীতে লাফ দিতেন, তাহলে সাঁতরে তীরে আসতে পারতেন।
পাখি বেগম অভিযোগ করে বলেন, ‘মোর স্বামীরে মৎস্য বিভাগের লোকজন মাইর্যা নদীত ফালাই দেছে। মুই স্বামী হত্যার বিচার চাই।’ এ সময় রিপনের স্ত্রীর আর্তনাদের জবাব দিতে পারেননি উপস্থিত কেউই। এমন ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির আজকের পত্রিকাকে জানান, রিপনের পরিবার একটি নিরীহ পরিবার। রিপনের বাবা আব্দুর রাজ্জাক বৃদ্ধ ও অসুস্থ হওয়ায় তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রিপন। বাবা-মা, স্ত্রী-সন্তানসহ ছয়জনের মুখে আহারের জন্য নদীতে মাছ শিকার করে কোনো রকম জীবনযাপন করত। কিন্তু বৃহস্পতিবার রাতে বরগুনার মৎস্য বিভাগের অভিযানে তাদের সবকিছু ওলটপালট হয়ে গেছে।’
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলে রিপনের লাশ শনিবার সকালে বরগুনা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে।’
তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাথরঘাটার বিষখালী নদীতে সদর মৎস্য বিভাগের অভিযানে মারধরে ঘটনা ঘটে। এ সময় নদীতে পরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের জেলে রিপন নিখোঁজ হন। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কালমেঘার ছোনবুনিয়ার একটি জঙ্গল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।

‘মোগো পাঁচজনেরে দুগ্গা আদার আইন্না দেতে মোর স্বামী, হেইয়া মোরা খাইতাম। এহন মোগো কেডা আদার আইন্না দেবে, আর মাইয়া-পোলারে কী খাওয়ামু?’ এভাবেই বিলাপ করছিলেন বরগুনার পাথরঘাটায় নিহত জেলে রিপনের স্ত্রী পাখি বেগম (২৭)। তাঁর স্বামীকে মারধর করে হত্যার অভিযোগ তুলেছেন মৎস্য বিভাগের সদস্যদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযানে কয়েকজন জেলেকে আটকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় নদীতে লাফিয়ে জেলে মোহাম্মদ রিপন নিখোঁজ হন। গতকাল শুক্রবার মধ্যরাতে নদীতে ভাসমান অবস্থায় জেলে রিপনের মরদেহ উদ্ধার করা হয়।
আজ শনিবার সকালে রিপনের স্ত্রীর পাখি বেগমের দাবি, তাঁর স্বামী একজন সহজ-সরল মানুষ। রিপন সাঁতার জানেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে নদীতে মাছ শিকার করেন। সেই হিসাবে রিপন যদি ইচ্ছে করে নদীতে লাফ দিতেন, তাহলে সাঁতরে তীরে আসতে পারতেন।
পাখি বেগম অভিযোগ করে বলেন, ‘মোর স্বামীরে মৎস্য বিভাগের লোকজন মাইর্যা নদীত ফালাই দেছে। মুই স্বামী হত্যার বিচার চাই।’ এ সময় রিপনের স্ত্রীর আর্তনাদের জবাব দিতে পারেননি উপস্থিত কেউই। এমন ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করতে দেখা যায়।
এ বিষয়ে স্থানীয় কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির আজকের পত্রিকাকে জানান, রিপনের পরিবার একটি নিরীহ পরিবার। রিপনের বাবা আব্দুর রাজ্জাক বৃদ্ধ ও অসুস্থ হওয়ায় তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রিপন। বাবা-মা, স্ত্রী-সন্তানসহ ছয়জনের মুখে আহারের জন্য নদীতে মাছ শিকার করে কোনো রকম জীবনযাপন করত। কিন্তু বৃহস্পতিবার রাতে বরগুনার মৎস্য বিভাগের অভিযানে তাদের সবকিছু ওলটপালট হয়ে গেছে।’
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলে রিপনের লাশ শনিবার সকালে বরগুনা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে।’
তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাথরঘাটার বিষখালী নদীতে সদর মৎস্য বিভাগের অভিযানে মারধরে ঘটনা ঘটে। এ সময় নদীতে পরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের জেলে রিপন নিখোঁজ হন। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কালমেঘার ছোনবুনিয়ার একটি জঙ্গল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলে ও স্বজনেরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে