Ajker Patrika

মোংলায় পুনর্বাসন না করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
মোংলায় পুনর্বাসন না করে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটে পুরোনো মোংলা বন্দর এলাকার ঘর বাড়ি ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। আজ বৃহস্পতিবার মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে এ বিক্ষোভ–সমাবেশ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘বন্দর এলাকার রাতারাতি কলোনি, কসাই পাড়া, সেলাইওয়ালা ও পরিত্যক্ত ভবনে বছরের পর বছর ধরে বসবাস করছেন শ্রমিকসহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ। বসবাসকারীরা এখানে পরিবার নিয়ে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে আছেন। কিন্তু তাদের কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে বন্দর কর্তৃপক্ষ হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে আমরা হতাশ।’ 

বক্তারা ‘বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রমিকদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।’ 

এর আগে গত ২৩ জানুয়ারি পুরোনো মোংলা বন্দর পৌর শহর সংলগ্ন ১৬ একর জমিতে বসবাসকারী সহস্রাধিক পরিবারকে দ্রুত তাদের স্থাপনাসহ সরে যেতে নোটিশ দেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারির পর থেকে উচ্ছেদ অভিযানের ঘোষণা দেওয়া হলে বসবাসকারী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মোংলা কর্তৃপক্ষের দাবি-অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণসহ আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য শ্রমিকদের দখলে থাকা জায়গা থেকে তাদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, পৌর কাউন্সিলর জি এম আল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত