নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের পথে আটক করা চারটি পণ্যবাহী কার্গোর মধ্যে তিনটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কার্গো মুক্তি দেওয়া হয়। এর আগে, ১৮ জানুয়ারি কাঠভর্তি আরও একটি কার্গো ছেড়ে দেয় তারা।
বিজিবি জানিয়েছে, চতুর্থ কার্গোটি আজ বা কালকের মধ্যে মুক্তি পেতে পারে। ১৬ জানুয়ারি দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়া অতিক্রম করার সময় তল্লাশির কথা বলে চারটি কার্গো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। প্রাথমিকভাবে তিনটি কার্গো আটকের কথা জানা গেলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চারটি কার্গো আটকের বিষয়টি জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর পর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আজ ছাড়া পাওয়া দুটি কার্গোতে আচার, শুঁটকি কসমেটিক, সেমাই, নুডুলস, সুপারিসহ ২৭ হাজার ১২২ বস্তা পণ্য রয়েছে। এর আগে ১৮ জানুয়ারি কাঠভর্তি একটি কার্গো ছেড়ে দেয়। এতে ৩০ লাখ টাকার পাঁচ ট্রাক কাঠ ছিল।
স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে। ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে আসার পথে তল্লাশির নামে চারটি কার্গো আটকে রেখে।
টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক বাহাদুর বলেন, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক আটক চারটি জাহাজের মধ্যে তিনটি জাহাজ ছেড়ে দিয়েছে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক এ এইচ এম আনোয়ার হোসেন বলেন, আরাকান আর্মি থেকে ছাড়া পাওয়া দুটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। কাস্টমসের কার্যক্রম শেষে খালাস শুরু করা হবে।

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের পথে আটক করা চারটি পণ্যবাহী কার্গোর মধ্যে তিনটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কার্গো মুক্তি দেওয়া হয়। এর আগে, ১৮ জানুয়ারি কাঠভর্তি আরও একটি কার্গো ছেড়ে দেয় তারা।
বিজিবি জানিয়েছে, চতুর্থ কার্গোটি আজ বা কালকের মধ্যে মুক্তি পেতে পারে। ১৬ জানুয়ারি দুপুরে বাংলাদেশ-মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়া অতিক্রম করার সময় তল্লাশির কথা বলে চারটি কার্গো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। প্রাথমিকভাবে তিনটি কার্গো আটকের কথা জানা গেলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চারটি কার্গো আটকের বিষয়টি জানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জসিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর পর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি। সবশেষ ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আজ ছাড়া পাওয়া দুটি কার্গোতে আচার, শুঁটকি কসমেটিক, সেমাই, নুডুলস, সুপারিসহ ২৭ হাজার ১২২ বস্তা পণ্য রয়েছে। এর আগে ১৮ জানুয়ারি কাঠভর্তি একটি কার্গো ছেড়ে দেয়। এতে ৩০ লাখ টাকার পাঁচ ট্রাক কাঠ ছিল।
স্থলবন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে। ১৬ জানুয়ারি ইয়াঙ্গুন থেকে আসার পথে তল্লাশির নামে চারটি কার্গো আটকে রেখে।
টেকনাফ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক বাহাদুর বলেন, মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক আটক চারটি জাহাজের মধ্যে তিনটি জাহাজ ছেড়ে দিয়েছে।
টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক এ এইচ এম আনোয়ার হোসেন বলেন, আরাকান আর্মি থেকে ছাড়া পাওয়া দুটি কার্গো জাহাজ টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে। কাস্টমসের কার্যক্রম শেষে খালাস শুরু করা হবে।

হোটেল কর্মচারী মিলন নিলিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। এতে সাড়া না দেওয়ায় এবং প্রতিবাদ করায় নিলির ওপর ক্ষিপ্ত হন মিলন। পরে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনার পর মিলন মল্লিক তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকায় পালিয়ে যান।
১৬ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১ ঘণ্টা আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে