
বাগেরহাটের ফকিরহাটে ঘরে ঢুকে মোমেনা বেগম (৪২) নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর স্বজন ও পুলিশের ধারণা, বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরির সময় জড়িত ব্যক্তিদের চিনে ফেলায় মোমেনাকে হত্যা করা হয়। উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
মোমেনা বেগম মধ্য বাহিরদিয়া এলাকার ব্যবসায়ী বিল্লাল খানের স্ত্রী। ঘটনার রাতে বিল্লাল খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১০টার দিকে বিল্লাল খান মানসা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরেন। তিনি ঘরে ঢুকে দেখেন, তাঁর স্ত্রী ঘরের ভেতর মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অহিদুল হকসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই ওহিদুল হক বলেন, ‘ওই নারীর লাশের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া কানের নিচেও আঘাতের চিহ্ন দেখা গেছে। তাঁকে কিল-ঘুষি মেরে আঘাত করে এবং গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরকে চিনে ফেলায় ওই গৃহিণীকে হত্যা করা হতে পারে।’
বিল্লাল খান জানান, গতকাল রাতে তিনি দোকান থেকে বাড়িতে এসে দেখেন, তাঁর স্ত্রী মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন। ঘটনার সময় বাড়িতে তাঁর স্ত্রী একা ছিলেন। দুর্বৃত্তরা তাঁর স্ত্রীকে মেরে ঘর থেকে ২৩ হাজার টাকা, দুটি সোনার রুলি এবং এক জোড়া দুল চুরি করে নিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সাইফুল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় রাতে নিহতের স্বামী বিল্লাল খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

দুর্বৃত্তের হামলার আশঙ্কায় নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে লিখিত এই আবেদন করেন সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রব।
২ মিনিট আগে
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জসীম উদ্দীনের পক্ষে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় নির্বাচনী মিছিল হয়। মিছিলে মমিন মিয়া অংশ নেন। তিনি ওই মিছিলে ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন।
১৪ মিনিট আগে
চাঁদপুর শহরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আবু সাঈদ রাফিন (১৩) নামের সপ্তম শ্রেণির শিশু শিক্ষার্থী মারা গেছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শহরে চিকিৎসক অলিউর রহমানের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরাই সরকার গঠন করব। কারণ, আমাদের সঙ্গে রয়েছে সকল ইসলামিক রাজনৈতিক দল, ১৯৭১ সালের বীর বিক্রমের গঠিত দল, এ ছাড়াও জুলাই-আগস্টের অন্যতম নায়কদের গঠিত দল এনসিপি।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী...
৪০ মিনিট আগে