ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদীর মালিকানাধীন কোচিং সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ আগুন দেওয়া হয়।
ওই বাদীর নাম হাফিজুর রহমান। তিনি গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
সরেজমিন দেখা গেছে, গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী চৌরাস্তায় হাফিজুরের মালিকানাধীন ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
হাফিজুর বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা আমার কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পৌনে এক ঘণ্টা পর ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘরের ছয়টি কক্ষসহ আসবাব পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’
এর আগে হাফিজুরের বিরুদ্ধে আদালতে অনাপত্তিপত্র দিয়ে মামলার তিন আসামিকে জামিনে সহযোগিতা করার ‘অভিযোগ তোলে’ এই কোচিং সেন্টারে ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিজ দলের কতিপয় নেতা-কর্মী এই হামলা চালিয়েছিলেন বলে দাবি হাফিজুরের।
অগ্নিসংযোগের বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আগুন লাগার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতা হাফিজুর বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন।
এ মামলায় হাফিজুর ১৫ এপ্রিল জামালপুর আদালতে তিন আসামির বিষয়ে অনাপত্তিপত্র দাখিল করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় রাতে হাফিজুরের কোচিং সেন্টারের প্রাচীর ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলার বাদীর মালিকানাধীন কোচিং সেন্টারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে এ আগুন দেওয়া হয়।
ওই বাদীর নাম হাফিজুর রহমান। তিনি গোয়ালেরচর ইউনিয়নের সভারচর কারীপাড়ার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
সরেজমিন দেখা গেছে, গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী চৌরাস্তায় হাফিজুরের মালিকানাধীন ইকরা আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের ছয়টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
হাফিজুর বলেন, ‘রাত ৩টার দিকে কে বা কারা আমার কোচিং সেন্টারে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পৌনে এক ঘণ্টা পর ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে তিনটি ঘরের ছয়টি কক্ষসহ আসবাব পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’
এর আগে হাফিজুরের বিরুদ্ধে আদালতে অনাপত্তিপত্র দিয়ে মামলার তিন আসামিকে জামিনে সহযোগিতা করার ‘অভিযোগ তোলে’ এই কোচিং সেন্টারে ভাঙচুর শেষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিজ দলের কতিপয় নেতা-কর্মী এই হামলা চালিয়েছিলেন বলে দাবি হাফিজুরের।
অগ্নিসংযোগের বিষয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করেছি। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আগুন লাগার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’
উল্লেখ, ১৬ ডিসেম্বর সন্ধ্যায় সভারচর এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় রাতে ছাত্রদল নেতা হাফিজুর বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় মামলা করেন।
এ মামলায় হাফিজুর ১৫ এপ্রিল জামালপুর আদালতে তিন আসামির বিষয়ে অনাপত্তিপত্র দাখিল করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় রাতে হাফিজুরের কোচিং সেন্টারের প্রাচীর ভাঙচুর ও গেটে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
৯ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে