চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন (২৭) নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানায় নিহতের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।’
আসামিরা হলেন-চট্টগ্রামে হাটহাজারী থানার পূর্ব শিকারপুর গ্রামের সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ (৩০), বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার মো. হাসান (৩৬), একই থানার চাইল্যাতলী এলাকার মোহাম্মদ (২৮), চট্টগ্রামের রাউজান থানার কদলপুর গ্রামের খোরশেদ (৪০) ও নগরের চান্দগাঁও থানার হাজিরপুলের মো. হেলাল (৩৫)।
আসামি গ্রেপ্তারের বিষয়ে তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক মো. মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইতিমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটি আমরা জব্দ করেছি। শুলকবহরে আব্দুল হামিদ সড়কের একটি ভবনের পার্কিং থেকে গাড়িটি জব্দ করা হয়।’
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব এলাকায় নোহা গাড়িতে করে এসে সন্ত্রাসীরা তাহসিনকে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর বড় ছেলে আফতাব উদ্দিন তাহসিন চান্দগাঁও অদূরপাড়া, হাজীপাড়াসহ আশপাশে ইট-বালুর ব্যবসা করেন। কিছুদিন ধরে ওই ব্যবসাকে কেন্দ্র করে কয়েকজন অজ্ঞাতনামা তাহসিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকেল সাড়ে ৪টায় জাগরণী ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে সে বসে ছিলেন।
এ সময় একটি কালো নোহা গাড়ি সেখানে আসে। এজাহারনামীয় পাঁচজন ও অজ্ঞাতনামা ৩ / ৪ জন আসামি হাতে শটগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে সেই গাড়ি থেকে নেমে তার ছেলেকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তাহসিন মাটিকে লুটিয়ে পড়ে। পরে সন্ত্রাসীরা এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে গাড়িতে করে চলে যায়। স্থানীয়রা তাহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৪ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
১৯ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেন।
৪০ মিনিট আগে