শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২৩:২২

দিনাজপুরের ফুলবাড়ীতে আটক মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়। ছবি: সংগৃহীত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী। 

কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’ 

৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন,  ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ময়মনসিংহে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০ 

    ডুমুরিয়ায় এক বিদ্যালয়ে ২২ স্কুলছাত্রী এক সঙ্গে অসুস্থ

    ট্রেনের নামকরণের দাবিতে নীলফামারীতে ট্রেন অবরোধ

    টাকা আত্মসাতের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের দণ্ড

    চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে জখম, যুবলীগের নেতাসহ ৩ জন গ্রেপ্তার

    আটপাড়ায় উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন