ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী।
কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’
৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী।
কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’
৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে