Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

‘মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৫:৪৪

লালমনিরহাটের পাটগ্রামের রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ঘরে বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা ‘সোয়ামি (স্বামী) মরি (মারা) যাবার (যাওয়ার) পর খুব কষ্টে পড়ি। জমি-জায়গা নাই। মাইনশির (মানুষের) জমিতে মেলা দিন (বহুদিন) ভাঙা ঘরে ছাওয়াদের নিয়া (সন্তান) নিন পাড়ির (ঘুমাতে) পাইনি। মাথা গোঁজার ঠাই পাইছি, প্রধানমন্ত্রীর জন্য অনেক দোয়া’—কথাগুলো বলছিলেন লালমনিরহাটের পাটগ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া বিধবা জান্নাতুন বেগম (৫০)। 

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজারহাট আশ্রয়ণ প্রকল্পের ৯৩টি ঘর উদ্বোধন করবেন। ওই দিন উপজেলার ৯৩টি গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘরের চাবি দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরে প্রথম ও দ্বিতীয় দফায় ১৮৮ টি,২০২১-২০২২ অর্থবছরে তৃতীয় পর্যায়ে ২০২টি ঘর নির্মাণ করে মোট ৩৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল এবং ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে ঘর দেওয়া শেষ হলে উপজেলায় আশ্রয়ণে ঘর পাওয়া পরিবারের সংখ্যা দাঁড়াবে ৪৮৩ তে। 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর। ছবি: আজকের পত্রিকা উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার পাটগ্রাম উপজেলার যারা ছিন্নমূল, গৃহহীন ও ভূমিহীন তাঁদের জমি এবং ঘর দেওয়া হচ্ছে। এই উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত করতেই এসব কাজ করা হচ্ছে।’ 

পাটগ্রামের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের জন্য দুই কক্ষের সেমিপাকা টিন শেড ঘর নির্মাণের পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎ সরবরাহ, স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। প্রকল্পের সফল বাস্তবায়নে কাজ অব্যাহত রয়েছে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ

    ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের গাড়িতে হামলা-ভাঙচুর

    রাবিতে সংঘর্ষ: নির্ধারিত সময় শেষ হলেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ