Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত এক, আহত ২০ 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:১৭

বড়াইগ্রামে সড়কের পাশে পড়ে থাকা বাস। ছবি: আজকের পত্রিকা নাটোরে বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম ভুলু আকন্দ (৬৫)। তিনি সিংড়া উপজেলার আটঘোলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আহতরা হলেন—সাদ ইসলাম শুভ (২২), হেলাল (৪০), আফসাল (৪৫), জয়নাল আবেদীন (৩০), রুবেল ইসলাম (২১), দৃষ্টি (৩০), মিলি (৩৮), উজির উদ্দিন (৪২)। আহতদের উপজেলা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বনপারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন এবং নাটোর থেকে রত্না পরিবহন মানিকপুর এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়। । স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করে ও রত্মা পরিবহনের চালকসহ চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। 

বনপরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানা বলেন, হানিফ পরিবহ একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে সংঘর্ষ হয়। বাস দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

    ‘আমি সাঁতার জানি, ডুবে গেলে রক্ষার দায়িত্ব নিব’

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড