রাজধানীর তুরাগে সোনিয়া (৩১) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সোনিয়া বরিশালের সদর উপজেলার কুন্দালপাড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের মেয়ে। বর্তমানে তুরাগ থানাধীন সুমনের টেকের বি ব্লকের রওশন আরার ১৫ নম্বর ভাড়া বাসায় থাকতেন তিনি।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে সোনিয়া নামে ওই গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
উপপরিদর্শক আরও বলেন, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির অন্য ভাড়াটিয়া বিকেল সাড়ে ৫টার দিকে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় তারা সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সোনিয়া সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তাই তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে, এ ঘটনায় কারও প্ররোচনা থাকতে পারে। মৃতের সঙ্গে থাকা মোবাইল অনুসন্ধান করে এবং পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান উপপরিদর্শক অনুজ সরকার।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে