Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

তুরাগে নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪:৩৩

প্রতীকী ছবি রাজধানীর তুরাগে সোনিয়া (৩১) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সোনিয়া বরিশালের সদর উপজেলার কুন্দালপাড়া গ্রামের আবুল বাশার হাওলাদারের মেয়ে। বর্তমানে তুরাগ থানাধীন সুমনের টেকের বি ব্লকের রওশন আরার ১৫ নম্বর ভাড়া বাসায় থাকতেন তিনি।

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই বাড়ি থেকে সোনিয়া নামে ওই গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়। 

উপপরিদর্শক আরও বলেন, দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির অন্য ভাড়াটিয়া বিকেল সাড়ে ৫টার দিকে জানালা দিয়ে উঁকি দেয়। এ সময় তারা সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

সোনিয়া সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়েছে। তাই তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে, এ ঘটনায় কারও প্ররোচনা থাকতে পারে। মৃতের সঙ্গে থাকা মোবাইল অনুসন্ধান করে এবং পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান উপপরিদর্শক অনুজ সরকার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড

    ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৪ 

    রাজশাহী শিক্ষা বোর্ড: ৫ বছর পর ৯ কর্মকর্তার পদোন্নতি বাতিল, অর্থ ফেরতের নির্দেশ 

    যারা দুর্নীতি করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না: শিক্ষামন্ত্রী

    নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ভবন ভেঙে ফেলার নির্দেশ

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড