Alexa
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রাজশাহীতে ভাড়া বাড়েনি, সড়কে কমেছে বাস

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৭:০৯

রাজশাহীতে আগের ভাড়াতেই চলছে গণপরিবহন। তবে সড়কে কমেছে বাসের সংখ্যা। ছবি: আজকের পত্রিকা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর রাজশাহীতে বাসের ভাড়া বাড়েনি। তবে লোকসানের আশঙ্কায় অনেক মালিক বাস বন্ধ করে রেখেছেন। যেসব বাস চলছে, সেগুলোতে এখনো আগের ভাড়াই নেওয়া হচ্ছে। মালিকেরা বাসের নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছেন।

শুক্রবার রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এখন ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটারে ১১৪ টাকা, পেট্রোল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা। লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা বেড়েছে তেলের দাম।

আজ শনিবার সকালে রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, অনেক বাস টার্মিনালের ভেতরে রাখা আছে। টার্মিনালের সামনে সড়কেও বাস রাখা হয়েছে। এসব বাস ছাড়া হচ্ছে না। তবে কিছু বাস এখনো এখান থেকে যাত্রী নিয়ে ছাড়ছে। লোকাল ও আন্তজেলা রুটের অনেক বাস না চললেও দূরপাল্লার বাসগুলো স্বাভাবিক চলছে। 

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে অনেক বাস চলছে না। এখন অল্প কিছু বাস চলছে। তবে যেসব বাস চলছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। মালিকপক্ষ কী করবে এখন তাদের ব্যাপার।’

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘তেলের দাম অনেক বেড়েছে। আগের ভাড়া অনুযায়ী এখন গাড়ি চালালে লোকসান হবে। তা-ও কিছু বাস চলছে, কিছু বন্ধ রয়েছে। আমরা সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণের অপেক্ষা করছি। নিজেরা তো ভাড়া বাড়াতে পারি না। এটা সরকার নির্ধারণ করে।’

মতিউল হক টিটো আরও বলেন, ‘ছুটির দিনে রাতের বেলা ভাড়া বাড়ানো হয়েছে। আজও ছুটি। সে কারণে আমরা একটু অপেক্ষা করছি। ঢাকায় ভাড়া নির্ধারণ বিষয়ে মিটিং হবে। তার পরই হয়তো ভাড়া বাড়বে। ভাড়া বাড়িয়ে দিলে তেলের মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না।’

জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বেলকুচিতে এমপির পিএসসহ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

    ই-মুভির মামলা সিআইডিতে, দুই এজেন্ট গ্রেপ্তার

    নিয়ামতপুরে রমজানের শুরুতেই সবজির দাম নাগালের বাইরে, নাভিশ্বাস জনসাধারণের 

    দুর্গাপুরে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

    বগুড়ায় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ আ. লীগের দুই নেতার বিরুদ্ধে

    নারী উদ্যোক্তাকে ধর্ষণের অভিযোগে সাময়িক বরখাস্ত ওসি

    ব্যাটার মন খারাপ করবেন বলে উইকেট উদ্‌যাপন করেন না হাসান

    ‘আইডিয়া লস প্রজেক্ট’

    নোয়াখালীতে মসজিদে বিস্ফোরণ: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন, পরিস্থিতি স্বাভাবিক

    আইপিএলের শুরুতে সাকিবদের যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি 

    তিন বছরে শেষ মাত্র দুই সেমিস্টার, অনশনে শিক্ষার্থীরা

    টাকা নিয়ে ধর্ষণে অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার