শুক্রবার রাত সাড়ে ১০টার পর বিভিন্ন সংবাদমাধ্যমে তেলের মূল্য বৃদ্ধির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে নোয়াখালীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছে মোটরসাইকেল চালকরা।
রাত ১১টার পর জেলা সদর ও বেগমগঞ্জের কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে প্রতিটি পাম্পে কয়েক শ মোটরসাইকেল তেলের জন্য অপেক্ষমাণ। গাড়ির লাইন পাম্প এরিয়া শেষ হয়ে সড়ক পর্যন্ত আসায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, রাত ১২টা থেকে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি কার্যকর হওয়ার খবর পেয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে নোয়াখালীর কয়েকটি পেট্রোল পাম্প ১১টার পর তেল বিক্রি বন্ধ করে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে বেগমগঞ্জের চৌমুহনীর মেসার্স এ এস এম জহিরুল ইসলাম ফিলিং স্টেশন আগের দামে পুনরায় তেল বিক্রি শুরু করে।
তবে একটি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল দেওয়া হয়নি। চাহিদা অনুযায়ী তেল নিতে না পেরে হতাশ গ্রাহকেরা।
এদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর শুনে আগে থেকে বন্ধ করে দেয় রঞ্জনবিবি এলাকার সাবিক সিএনজি ফিলিং স্টেশনে তেল বিক্রি। এ খবর লেখা পর্যন্ত রাত ১২টা ২০ মিনিট পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কথা জানিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৩৫, পেট্রোল ১৩০ এবং ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা নির্ধারণ করা হয়।
জ্বালানি তেল সম্পর্কিত আরও পড়ুন:
- অকটেন ১৩৫ ডিজেল ১১৪ টাকা
- তেলের দাম বৃদ্ধির খবরে পেট্রল পাম্পে যানবাহনের ভিড়
- দাম বৃদ্ধির ঘোষণার পরে বন্ধ পাম্প
- ফিলিং স্টেশনে তেল না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ
- কোনো কোনো পাম্পে অকটেন বিক্রি হয়েছে ২০০ টাকা লিটারে
- রাজশাহীতে ভাড়া বাড়েনি, সড়কে কমেছে বাস
- সরকার আস্তে আস্তে হামারগুলার গলা চিপি ধরেচোল
- চুষে খাবেন, নাকি চিবিয়ে
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে