বিরাট কোহলি সরে দাঁড়ানোর পর ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্তের নাম ইতিমধ্যে সামনে এসেছে। সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি পন্তকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। তবে নেতৃত্ব পেলে ‘না’ করবেন না দলটির পেসার জসপ্রীত বুমরাও।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। কোহলির এই সিদ্ধান্তকে মেনে নিয়ে নতুন অধিনায়কের সন্ধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রস্তাব দেওয়া হলে নেতৃত্বের আর্ম ব্যান্ড লুফে নিতে চান বুমরাও। এই পেসার বলেন, ‘যদি আমাকে প্রস্তাব দেওয়া হয় তবে সেটা সম্মানের হবে। আমি এমন কোনো খেলোয়াড় দেখি না যে না বলবে। আমিও ব্যতিক্রম না।’
তবে অধিনায়কত্ব না পেলেও যেকোনোভাবে দলে অবদান রাখতে চান বুমরা, ‘কোনো পদ থাকুক বা না থাকুক, আমি দলে অবদান রাখতে চাই। নিজের সেরাটা দিতে চাই। এখানে আমার ভূমিকার কোনো পরিবর্তন হবে না। আমাকে নিজের কাজ করে যেতে হবে, নাকি?’
এদিকে নিজের অহং বাদ দিয়ে তরুণ নেতার অধীনে খেলার প্রস্তুতি নিতে কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। নিজের উদাহরণ টেনে কপিল বলেন, ‘সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছে। আমি কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও আজহারউদ্দিনের অধীনে খেলেছি। কোনো অহং ছিল না। বিরাটকেও (কোহলি) অহং ছেড়ে তরুণদের অধীনে খেলতে হবে।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৬ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
৩২ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে