করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর এখন ভালো আছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন করে আর জ্বর আসেনি কিংবা কাশিও নেই।
সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। তাছড়া পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের। বিসিসিআই সভাপতি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। কথাও বলছেন। আজ দুপুরে তার শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।
করোনা চিকিৎসায় যেটি অনুসরণ করা হয়, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সোমবার রাতে থেকেই শুরু করা হয়েছে। সৌরভের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে সেই রিপোর্ট পাওয়া যেতে পারে। রিপোর্ট এলে বোঝা যাবে তাঁর ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না।
এর আগে গত সোমবার করোনা পজিটিভের রিপোর্ট এলে সৌরভকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাঁর শরীরে তেমন উপসর্গ নেই বলে দাবি করেছিল ভারতীয় সংবাদমাধ্যম।
এ বছর এ নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো সৌরভকে। জানুয়ারিতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় অ্যানজিওপ্লাস্টি করেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। তিন সপ্তাহের মধ্যে বুকে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফা অ্যানজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
৩ ঘণ্টা আগে