ক্রীড়া ডেস্ক

২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল। তবে এর মধ্যেই আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। মূলত আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে তাই নিয়ে সমাধানসূত্রও মেলেনি। এশিয়া কাপের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এই ভারত-পাকিস্তান ম্যাচের কারণে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভা বসবে ঢাকায়। আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় এশিয়া কাপের সূচি নির্ধারণ হবে বলেও শোনা যায়। তবে বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ভারতের সঙ্গে সুর মিলিয়ে ঢাকায় এসিসির সভা বর্জন করেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডও।
বিসিসিআই তাদের সিদ্ধান্ত এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জানিয়েছে। নাকভি অবশ্য সভা ঢাকাতেই আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। ভারতীয় বোর্ড একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, তারা ব্যক্তিগতভাবেও সভাস্থল পরিবর্তনের অনুরোধ করেছে। তবে এখনো কোনো সাড়া মেলেনি।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে এশিয়া কাপ সংক্রান্ত বিষয়ে প্রধান বোর্ডগুলোর উপস্থিতি ছাড়া বৈঠক বৈধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, বিসিসিআই ও অন্যান্য বড় বোর্ড বাদে যদি সভা অনুষ্ঠিত হয়, তা-ও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
এদিকে বৈঠকের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে এবারের এশিয়া কাপ হওয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও কিছুটা উষ্ণ। সম্প্রতি সরকারের সবুজ সংকেত না পেয়ে ভারত সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরও পিছিয়ে দিয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দুই দিন পর, ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনো নেই।
আরও খবর পড়ুন:

২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল। তবে এর মধ্যেই আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। মূলত আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে তাই নিয়ে সমাধানসূত্রও মেলেনি। এশিয়া কাপের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এই ভারত-পাকিস্তান ম্যাচের কারণে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভা বসবে ঢাকায়। আগামী ২৪ জুলাই এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় এশিয়া কাপের সূচি নির্ধারণ হবে বলেও শোনা যায়। তবে বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ভারতের সঙ্গে সুর মিলিয়ে ঢাকায় এসিসির সভা বর্জন করেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডও।
বিসিসিআই তাদের সিদ্ধান্ত এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জানিয়েছে। নাকভি অবশ্য সভা ঢাকাতেই আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন। ভারতীয় বোর্ড একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, তারা ব্যক্তিগতভাবেও সভাস্থল পরিবর্তনের অনুরোধ করেছে। তবে এখনো কোনো সাড়া মেলেনি।
এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে এশিয়া কাপ সংক্রান্ত বিষয়ে প্রধান বোর্ডগুলোর উপস্থিতি ছাড়া বৈঠক বৈধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, বিসিসিআই ও অন্যান্য বড় বোর্ড বাদে যদি সভা অনুষ্ঠিত হয়, তা-ও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
এদিকে বৈঠকের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে এবারের এশিয়া কাপ হওয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও কিছুটা উষ্ণ। সম্প্রতি সরকারের সবুজ সংকেত না পেয়ে ভারত সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরও পিছিয়ে দিয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দুই দিন পর, ৭ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনো নেই।
আরও খবর পড়ুন:

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩৬ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে