ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
রোনালদো গোল করতে না পারলেও আল নাসর ঠিকই গোলটা পেয়েছে। কারণ, ৯০ সেকেন্ডে করা গোলটা পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের পা থেকে না এলেও আত্মঘাতী গোল করেছেন আল শাবাব ডিফেন্ডার সাদ ইয়াসলাম। ৯০ সেকেন্ডে বিল্ডআপের সময় রোনালদো বল বাড়িয়ে দেন হোয়াও ফেলিক্সের দিকে। ডি বক্সে পৌঁছানোর পর ফেলিক্স পুনরায় রোনালদোর দিকেই দিতে চেয়েছিলেন। কিন্তু আল শাবাব ডিফেন্ডার সাদ ভুল করে তাঁদেরই গোলরক্ষক মার্সেলো গ্রোহের দিকে শট করেন। গ্রোহের হাত ফসকে বলটা জালে জড়িয়ে যায়। রোনালদো শেষ পর্যন্ত দৌড়েও লাইন পার হওয়ার আগে বলে পা ছোঁয়াতে পারেননি।
আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগের আল নাসর-আল শাবাব ম্যাচে ৫ গোল হয়েছে। যার মধ্যে দুটি হয়েছে আত্মঘাতী গোল। ৩১ মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসর ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান। তার আগে ৮ মিনিটে আল নাসর ফরোয়ার্ড কিংসলে কোমান দুর্দান্ত এক বাইসাইকেল কিকে লক্ষ্য ভেদ করেছেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৮ মিনিটে (৫৩ মিনিটে) সমতাসূচক গোল করেন আল শাবাব স্ট্রাইকার কার্লোস।
সমতাসূচক গোলের কিছুক্ষণ পরই ১০ জনের দলে পরিণত হয় আল শাবাব। ৬৭ মিনিটে জোড়া হলুদ কার্ড হজম করায় লাল কার্ড পেয়েছেন আল শাবাব মিডফিল্ডার ভিনসেন্ট সিয়েরো। ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের কিছু মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘এই দল নিয়ে গর্বিত। আমাদের যা করা দরকার, তা-ই করেছি। আমাদের সমর্থন করায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ।’
১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আল হিলাল। দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। রোনালদোর দল খেলেছে ১৫ ম্যাচ। সমান ১৫ ম্যাচ খেলে তিন নম্বরে থাকা আল আহলি সৌদিরও পয়েন্ট ৩৪। ৩১ পয়েন্ট নিয়ে চারে আল তাওউন। তারা খেলেছে ১৪ ম্যাচ।

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
রোনালদো গোল করতে না পারলেও আল নাসর ঠিকই গোলটা পেয়েছে। কারণ, ৯০ সেকেন্ডে করা গোলটা পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের পা থেকে না এলেও আত্মঘাতী গোল করেছেন আল শাবাব ডিফেন্ডার সাদ ইয়াসলাম। ৯০ সেকেন্ডে বিল্ডআপের সময় রোনালদো বল বাড়িয়ে দেন হোয়াও ফেলিক্সের দিকে। ডি বক্সে পৌঁছানোর পর ফেলিক্স পুনরায় রোনালদোর দিকেই দিতে চেয়েছিলেন। কিন্তু আল শাবাব ডিফেন্ডার সাদ ভুল করে তাঁদেরই গোলরক্ষক মার্সেলো গ্রোহের দিকে শট করেন। গ্রোহের হাত ফসকে বলটা জালে জড়িয়ে যায়। রোনালদো শেষ পর্যন্ত দৌড়েও লাইন পার হওয়ার আগে বলে পা ছোঁয়াতে পারেননি।
আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগের আল নাসর-আল শাবাব ম্যাচে ৫ গোল হয়েছে। যার মধ্যে দুটি হয়েছে আত্মঘাতী গোল। ৩১ মিনিটে আত্মঘাতী গোল করেন আল নাসর ডিফেন্ডার মোহাম্মদ সিমাকান। তার আগে ৮ মিনিটে আল নাসর ফরোয়ার্ড কিংসলে কোমান দুর্দান্ত এক বাইসাইকেল কিকে লক্ষ্য ভেদ করেছেন। প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৮ মিনিটে (৫৩ মিনিটে) সমতাসূচক গোল করেন আল শাবাব স্ট্রাইকার কার্লোস।
সমতাসূচক গোলের কিছুক্ষণ পরই ১০ জনের দলে পরিণত হয় আল শাবাব। ৬৭ মিনিটে জোড়া হলুদ কার্ড হজম করায় লাল কার্ড পেয়েছেন আল শাবাব মিডফিল্ডার ভিনসেন্ট সিয়েরো। ম্যাচটা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে আল নাসর। ম্যাচের কিছু মুহূর্তের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘এই দল নিয়ে গর্বিত। আমাদের যা করা দরকার, তা-ই করেছি। আমাদের সমর্থন করায় ভক্ত-সমর্থকদের ধন্যবাদ।’
১৪ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আল হিলাল। দুইয়ে থাকা আল নাসরের পয়েন্ট ৩৪। রোনালদোর দল খেলেছে ১৫ ম্যাচ। সমান ১৫ ম্যাচ খেলে তিন নম্বরে থাকা আল আহলি সৌদিরও পয়েন্ট ৩৪। ৩১ পয়েন্ট নিয়ে চারে আল তাওউন। তারা খেলেছে ১৪ ম্যাচ।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২১ মিনিট আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
২ ঘণ্টা আগে
বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
৩ ঘণ্টা আগে