নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে নেপাল। আজ ভুটানের বিপক্ষে তারা ড্র কিংবা হেরে গেলে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারালেই শিরোপা নিশ্চিত করে ফেলবেন আফঈদা-স্বপ্নারা। বসুন্ধরার অনুশীলন মাঠে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। জয় পায় ৯-১ গোলের ব্যবধানে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। ৪ গোল করা এই ফুটবলার নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও খেলতে পারবেন না। সর্বোচ্চ গোলের লড়াইয়ে তাই এগিয়ে যাওয়ার সুযোগ শান্তি মার্দির সামনে। সাগরিকার সমান ৪ গোল রয়েছে তাঁর। এ ছাড়া তিনটি করে গোল করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী সরকার।
চার ম্যাচের কোনোটিতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। পারফরম্যান্সেও খুব একটা উন্নতির ছাপ নেই। সর্বশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচেই হজম করেছে ৭ গোল করে। এর আগে ভুটানের বিপক্ষে হেরেছে ৫-০ ব্যবধানে। সে তুলনায় ভুটান উন্নতি করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে লড়াইয়ের ছাপ রেখেছে তারা। নেপালকেও তাই চ্যালেঞ্জে ফেলার সামর্থ্য রয়েছে তাদের। যদিও প্রথম দেখায় হেরেছে ৬-১ ব্যবধানে।
সেই ভুটানের বিপক্ষে নেতৃত্বের অভিষেক হওয়া নবিরন খাতুনের কাছে দিনটি ছিল স্মরণীয়, ‘আমাদের কাল (পরশু) ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। এটা স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটি আমার কাছে অনেক আনন্দের; পরিবারের কাছেও আনন্দের। আমার মা-বাবা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার অনেক বড় পাওয়া।’
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ফুটবলের ধারা ধরে রাখতে চান নবিরন, ‘সামনে দুটি ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা ম্যাচে কোচের নির্দেশনা নিয়ে আমরা ফোকাসড। ইনশা আল্লাহ ভালোভাবে জয় নিয়ে মাঠ থেকে ফিরব।’
দলে কোনো চোটের সমস্যা নেই বলে জানিয়েছেন ম্যানেজার মাহমুদা আক্তার, ‘দলে ছোটখাটো যে চোট ছিল, তা ঠিক হয়ে গেছে। কালকের (আজ) ম্যাচের জন্য দল প্রস্তুত। চেষ্টা রয়েছে, প্রথম থেকে যেভাবে শুরু করেছি...যারা দলে নতুন, তাদেরও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের সেরাটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো করছে। এভাবে পুরো টুর্নামেন্ট শেষ করতে চাচ্ছি।’

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে নেপাল। আজ ভুটানের বিপক্ষে তারা ড্র কিংবা হেরে গেলে বাংলাদেশের জন্য সমীকরণ সহজ হবে। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারালেই শিরোপা নিশ্চিত করে ফেলবেন আফঈদা-স্বপ্নারা। বসুন্ধরার অনুশীলন মাঠে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। জয় পায় ৯-১ গোলের ব্যবধানে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মৎ সাগরিকা। ৪ গোল করা এই ফুটবলার নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও খেলতে পারবেন না। সর্বোচ্চ গোলের লড়াইয়ে তাই এগিয়ে যাওয়ার সুযোগ শান্তি মার্দির সামনে। সাগরিকার সমান ৪ গোল রয়েছে তাঁর। এ ছাড়া তিনটি করে গোল করেছেন মুনকি আক্তার ও তৃষ্ণা রানী সরকার।
চার ম্যাচের কোনোটিতে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। পারফরম্যান্সেও খুব একটা উন্নতির ছাপ নেই। সর্বশেষ নেপালের বিপক্ষে দুই ম্যাচেই হজম করেছে ৭ গোল করে। এর আগে ভুটানের বিপক্ষে হেরেছে ৫-০ ব্যবধানে। সে তুলনায় ভুটান উন্নতি করে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে লড়াইয়ের ছাপ রেখেছে তারা। নেপালকেও তাই চ্যালেঞ্জে ফেলার সামর্থ্য রয়েছে তাদের। যদিও প্রথম দেখায় হেরেছে ৬-১ ব্যবধানে।
সেই ভুটানের বিপক্ষে নেতৃত্বের অভিষেক হওয়া নবিরন খাতুনের কাছে দিনটি ছিল স্মরণীয়, ‘আমাদের কাল (পরশু) ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। জীবনে প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠে নেমেছি। এটা স্মরণীয় হয়ে থাকবে। প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছি, এটি আমার কাছে অনেক আনন্দের; পরিবারের কাছেও আনন্দের। আমার মা-বাবা খেলা দেখে ফোন দিয়েছিল। অধিনায়ক হিসেবে খেলায় তাদের ভালো লেগেছে। গ্রামের সবাই দোকানে খেলা দেখছিল। এটা আমার অনেক বড় পাওয়া।’
শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে ফুটবলের ধারা ধরে রাখতে চান নবিরন, ‘সামনে দুটি ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই। শ্রীলঙ্কা ম্যাচে কোচের নির্দেশনা নিয়ে আমরা ফোকাসড। ইনশা আল্লাহ ভালোভাবে জয় নিয়ে মাঠ থেকে ফিরব।’
দলে কোনো চোটের সমস্যা নেই বলে জানিয়েছেন ম্যানেজার মাহমুদা আক্তার, ‘দলে ছোটখাটো যে চোট ছিল, তা ঠিক হয়ে গেছে। কালকের (আজ) ম্যাচের জন্য দল প্রস্তুত। চেষ্টা রয়েছে, প্রথম থেকে যেভাবে শুরু করেছি...যারা দলে নতুন, তাদেরও প্রতি ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদের সেরাটা দিচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো করছে। এভাবে পুরো টুর্নামেন্ট শেষ করতে চাচ্ছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে