
লর্ডসে দ্বিতীয় টেস্টের পর শেষ হয়েছে হেডিংলিতে তৃতীয় টেস্টও। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবু দুই সপ্তাহ আগে শেষ হওয়া এই টেস্ট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। লর্ডস টেস্ট নিয়ে এখনো শোনা যাচ্ছে অনেক কথা।
২ জুলাই ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। এমনকি লাঞ্চের সময়ও এর (বেয়ারস্টোর আউট) রেশ দেখা গেছে। ডাইনিং রুমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানিয়েছেন নাথান লায়ন। লাঞ্চ রুমের সেই ঘটনার ব্যাপারে উইলো টক ক্রিকেট পডকাস্টে লায়ন বলেন, ‘লাঞ্চরুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ছিলেন। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরিস্থিতি ঠান্ডা করতে আমাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছিল।’
লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটিও হয়েছে। এই ঘটনায় তিনজনকে বহিষ্কার করে এমসিসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণে একজন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেন, ‘মেম্বার্স এরিয়া থেকে আমার কাছে এক বৃদ্ধা এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার তো বাড়ি যেতে হবে। লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলাপ-আলোচনা-কথাবার্তা হয়েছে। এমনকি সুযোগ পেলে এমন আউট আবারও করার কথা জানিয়েছেন ক্যারি।
টেস্ট ক্যারিয়ারে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড লায়ন গড়েন লর্ডস টেস্টে। এরপর চোটে পড়ে অ্যাশেজই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এবারের অ্যাশেজে ২ টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৪৯৬ উইকেট।

লর্ডসে দ্বিতীয় টেস্টের পর শেষ হয়েছে হেডিংলিতে তৃতীয় টেস্টও। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবু দুই সপ্তাহ আগে শেষ হওয়া এই টেস্ট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। লর্ডস টেস্ট নিয়ে এখনো শোনা যাচ্ছে অনেক কথা।
২ জুলাই ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। এমনকি লাঞ্চের সময়ও এর (বেয়ারস্টোর আউট) রেশ দেখা গেছে। ডাইনিং রুমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানিয়েছেন নাথান লায়ন। লাঞ্চ রুমের সেই ঘটনার ব্যাপারে উইলো টক ক্রিকেট পডকাস্টে লায়ন বলেন, ‘লাঞ্চরুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ছিলেন। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরিস্থিতি ঠান্ডা করতে আমাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছিল।’
লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটিও হয়েছে। এই ঘটনায় তিনজনকে বহিষ্কার করে এমসিসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণে একজন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেন, ‘মেম্বার্স এরিয়া থেকে আমার কাছে এক বৃদ্ধা এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার তো বাড়ি যেতে হবে। লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলাপ-আলোচনা-কথাবার্তা হয়েছে। এমনকি সুযোগ পেলে এমন আউট আবারও করার কথা জানিয়েছেন ক্যারি।
টেস্ট ক্যারিয়ারে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড লায়ন গড়েন লর্ডস টেস্টে। এরপর চোটে পড়ে অ্যাশেজই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এবারের অ্যাশেজে ২ টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৪৯৬ উইকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৪৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
২ ঘণ্টা আগে