লর্ডসে দ্বিতীয় টেস্টের পর শেষ হয়েছে হেডিংলিতে তৃতীয় টেস্টও। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তবু দুই সপ্তাহ আগে শেষ হওয়া এই টেস্ট নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। লর্ডস টেস্ট নিয়ে এখনো শোনা যাচ্ছে অনেক কথা।
২ জুলাই ছিল লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন। প্রথম সেশন শেষ হতে না হতেই জনি বেয়ারস্টোর আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। এমনকি লাঞ্চের সময়ও এর (বেয়ারস্টোর আউট) রেশ দেখা গেছে। ডাইনিং রুমে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল বলে জানিয়েছেন নাথান লায়ন। লাঞ্চ রুমের সেই ঘটনার ব্যাপারে উইলো টক ক্রিকেট পডকাস্টে লায়ন বলেন, ‘লাঞ্চরুমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ছিলেন। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। পরিস্থিতি ঠান্ডা করতে আমাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়েছিল।’
লর্ডসের লংরুমে এমসিসির সদস্যদের সঙ্গে উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটিও হয়েছে। এই ঘটনায় তিনজনকে বহিষ্কার করে এমসিসি। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণে একজন দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার এই স্পিনার বলেন, ‘মেম্বার্স এরিয়া থেকে আমার কাছে এক বৃদ্ধা এসেছিলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার তো বাড়ি যেতে হবে। লর্ডসে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে যা হয়েছে, সেজন্য ক্ষমা চাইছি।’
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৫২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে ক্যামেরুন গ্রিনের বাউন্সার সামাল দিতে নিচু হয়ে বসে পড়েন বেয়ারস্টো। এরপর স্বাভাবিকভাবে ক্রিজ থেকে বেরিয়ে আসেন ননস্ট্রাইকে থাকা বেন স্টোকসের সঙ্গে কথা বলতে। কিন্তু মুহূর্তে বল ছুড়ে স্টাম্প ভাঙেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তবে আম্পায়ার মারাইস ইরাসমাস রিভিউ দেখে স্টাম্পিং আউট দেন। এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলাপ-আলোচনা-কথাবার্তা হয়েছে। এমনকি সুযোগ পেলে এমন আউট আবারও করার কথা জানিয়েছেন ক্যারি।
টেস্ট ক্যারিয়ারে টানা ১০০ ম্যাচ খেলার রেকর্ড লায়ন গড়েন লর্ডস টেস্টে। এরপর চোটে পড়ে অ্যাশেজই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার এই স্পিনারের। এবারের অ্যাশেজে ২ টেস্টে ৯ উইকেট নিয়েছেন তিনি। আর টেস্ট ক্যারিয়ারে নিয়েছেন ৪৯৬ উইকেট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি খেলবে না, সেটা জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যখন দোটানায় লিটন দাস, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমরা, তখন নিয়মিতই তাঁদের সমর্থন দিচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা আরও একটু বেড়েছে।
৪ মিনিট আগে
সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে