নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টানা ৬১ ম্যাচ খেলে রেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর। ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। শেষ ওয়ানডের দলেই তাঁকে আর রাখা হয়নি। সিলেট থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তো জায়গাই হয়নি তাঁর।
সব মিলিয়ে আফিফের বাদ পড়ার পেছনে ওর বাজে পারফরম্যান্সই দায়ী। সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাঁকে নিয়ে দলের যে ভাবনা, তা আজ এভাবে স্পষ্ট করেছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ‘সে এখন দলের বাইরে আছে। এখন যা করতে হবে তা হলো, তাকে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, দলে যদি কাউকে লাগে, তাহলে সবার মতো সেও সুযোগ পাবে। যদি সে এটা করতে পারে, দলে জায়গা খালি আছে।’
পারফরম্যান্সের কারণেই যে আফিফ দল থেকে বাদ পড়েছেন, তা আর ঘটা করে বলার অপেক্ষা রাখে না। তাই হাথুরুর পরিষ্কার বার্তা, ‘(সে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে) অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে পড়ে। কখনো কখনো আবার কৌশলগত কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।’
আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরু। এরই মধ্যে ২-০ ব্যবধানে আইরিশদের ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন তামিম ইকবালরা।
আরও খবর পড়ুন:

টানা ৬১ ম্যাচ খেলে রেকর্ড গড়ার পর আফিফ হোসেনকে থামতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির পর। ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি। শেষ ওয়ানডের দলেই তাঁকে আর রাখা হয়নি। সিলেট থেকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এরপর আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তো জায়গাই হয়নি তাঁর।
সব মিলিয়ে আফিফের বাদ পড়ার পেছনে ওর বাজে পারফরম্যান্সই দায়ী। সম্ভাবনা জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও দীর্ঘদিন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের ভবিষ্যৎ এবং তাঁকে নিয়ে দলের যে ভাবনা, তা আজ এভাবে স্পষ্ট করেছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে, ‘সে এখন দলের বাইরে আছে। এখন যা করতে হবে তা হলো, তাকে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, দলে যদি কাউকে লাগে, তাহলে সবার মতো সেও সুযোগ পাবে। যদি সে এটা করতে পারে, দলে জায়গা খালি আছে।’
পারফরম্যান্সের কারণেই যে আফিফ দল থেকে বাদ পড়েছেন, তা আর ঘটা করে বলার অপেক্ষা রাখে না। তাই হাথুরুর পরিষ্কার বার্তা, ‘(সে বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছে) অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে পড়ে। কখনো কখনো আবার কৌশলগত কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়।’
আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাথুরু। এরই মধ্যে ২-০ ব্যবধানে আইরিশদের ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে আছেন তামিম ইকবালরা।
আরও খবর পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে