ঈদে মুক্তি পেতে যাচ্ছে আশফাক নিপুণের পরিচালনায় ‘মহানগর’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর-২’। ফের ওসি হারুনের চরিত্রে পর্দায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এরই মধ্যে হইচইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মহানগর ২’-এর টিজার প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকেলে প্রকাশ পাওয়া এই টিজারে ওসি হারুনরূপে হাজির হয়ে দর্শকদের দুটি কথা মনে রাখতে বলেন মোশাররফ করিম—‘এক, নামটা হচ্ছে হারুন। আর দুই, হারুন এত সহজে হারে না।’
১ মিনিট ১০ সেকেন্ডের ‘মহানগর ২’-এর টিজার এরই মধ্যে সারা ফেলেছে দর্শকদের মধ্যে। টিজারে দেখা যাচ্ছে, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে মানুষ ও গাড়ি ছুটছে। ব্যাকগ্রাউন্ডে ঢাকা মহানগর নিয়ে একটি গল্প বলছেন অভিনেতা মোশাররফ করিম। তিনি বলছেন, ‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কতশত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। আর সেই সব ভূতের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে