ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ দলের মতো ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দিতে পারে তারা। গত বছর ৩০ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে এসেছিল বিসিসিআই। বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান।
নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড থেকে কোন খেলোয়াড় কত টাকা পাবেন, কে কোন গ্রেডে থাকবেন সেটা নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় বোর্ড নতুন তালিকা প্রকাশ করতে পারে। সেখানে আইয়ারের ফেরার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই গ্রেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা খেলোয়াড়দের।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি বেতন পান গ্রেড ‘এ প্লাস’-এ থাকা ক্রিকেটারেরা। তারপর রয়েছে গ্রেড এ, বি ও সি। সবশেষ চুক্তিতে গ্রেড ‘এ’ প্লাসে ছিলেন চারজন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। সাধারণত যে ক্রিকেটারেরা দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলেন এবং সিনিয়র, তাদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। সেই কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড ‘এ’ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত ও জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাদের গ্রেড পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়নস ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করতে চাইছেন। গত বার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস এবার ফিরতে পারেন। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করছেন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। যে কারণে তাঁকে আবার চুক্তিতে ফেরানো হতে পারে।
‘এ’ গ্রেডে ছিলেন ছয় ক্রিকেটার। ‘বি’তে ছিলেন পাঁচজন এবং ‘সি’ ক্যটাগরিতে ছিলেন ১৫ ক্রিকেটার। এ ছাড়া পাঁচ পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তারা হলেন-আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার ও ভি কাভেরাপ্পা। গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় তালিকায় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ দলের মতো ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি এখনো ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দিতে পারে তারা। গত বছর ৩০ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে এসেছিল বিসিসিআই। বাদ পড়েছিলেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান।
নতুন চুক্তিতে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড থেকে কোন খেলোয়াড় কত টাকা পাবেন, কে কোন গ্রেডে থাকবেন সেটা নিয়ে চলছে আলোচনা। চ্যাম্পিয়নস ট্রফির পর ভারতীয় বোর্ড নতুন তালিকা প্রকাশ করতে পারে। সেখানে আইয়ারের ফেরার সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই গ্রেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা খেলোয়াড়দের।
বিসিসিআই কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি বেতন পান গ্রেড ‘এ প্লাস’-এ থাকা ক্রিকেটারেরা। তারপর রয়েছে গ্রেড এ, বি ও সি। সবশেষ চুক্তিতে গ্রেড ‘এ’ প্লাসে ছিলেন চারজন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরা। সাধারণত যে ক্রিকেটারেরা দেশের হয়ে তিন ধরনের ক্রিকেটেই নিয়মিত খেলেন এবং সিনিয়র, তাদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। সেই কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড ‘এ’ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত ও জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাদের গ্রেড পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।
কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়নস ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়নস ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করতে চাইছেন। গত বার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস এবার ফিরতে পারেন। তিনি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে ধারাবাহিকভাবে রান করছেন। ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। যে কারণে তাঁকে আবার চুক্তিতে ফেরানো হতে পারে।
‘এ’ গ্রেডে ছিলেন ছয় ক্রিকেটার। ‘বি’তে ছিলেন পাঁচজন এবং ‘সি’ ক্যটাগরিতে ছিলেন ১৫ ক্রিকেটার। এ ছাড়া পাঁচ পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তারা হলেন-আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার ও ভি কাভেরাপ্পা। গত এক বছরের পারফরম্যান্স বিবেচনায় তালিকায় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আরও খবর পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৬ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে