নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাক।
এক প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। তারা (বিএনপি) সার্চ কমিটিতে নাম দিল কি দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।’
নতুন ইসি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সার্চ কমিটি। পরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়ে দিয়েছে।
কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। তাদের ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু জনগণের ঐক্য হতে হবে, জনগণের মাঝে কতটা ভিত্তি আছে ৩০টা দলের, দলের সংখ্যা বড় নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন, অতীত অভিজ্ঞতা থেকে যদি তারা শিক্ষা পেয়ে থাকে তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের দল থেকে আমরা এককভাবে পাঠাব। জোটের সদস্যরা তাদের মতো করে নাম দেবে।’

নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।
সচিবালয়ে আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা রাজ্জাক।
এক প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। তারা (বিএনপি) সার্চ কমিটিতে নাম দিল কি দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে, যেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।’
নতুন ইসি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল সার্চ কমিটি। পরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কমিটি। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়ে দিয়েছে।
কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। তাদের ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু জনগণের ঐক্য হতে হবে, জনগণের মাঝে কতটা ভিত্তি আছে ৩০টা দলের, দলের সংখ্যা বড় নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন, অতীত অভিজ্ঞতা থেকে যদি তারা শিক্ষা পেয়ে থাকে তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে।
নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে সার্চ কমিটিতে নাম পাঠানো হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘আমাদের দল থেকে আমরা এককভাবে পাঠাব। জোটের সদস্যরা তাদের মতো করে নাম দেবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৬ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৮ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৮ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
৯ ঘণ্টা আগে