
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, ঠিক তখনই ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে। তিনি বলেছেন, বিশাল মার্কিন ‘আর্মাডা’ বা নৌবহর ইরানের কাছাকাছি পৌঁছে গেছে। এই আর্মাডা ভেনেজুয়েলা অবরোধ করা মার্কিন নৌবহরের চেয়েও বড়। তাই ইরান সমঝোতা না চাইলে হামলার বিকল্পও হাতে রাখা হয়েছে।
স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মধ্যপ্রাচ্যে ‘এক বিশাল আর্মাডা’ পাঠানোর নির্দেশ দেওয়ার পর ইরান পরিস্থিতি এখন ‘পরিবর্তনশীল অবস্থায়’ রয়েছে। তিনি যোগ করেন, তাঁর বিশ্বাস, তেহরান সত্যিই একটি সমঝোতায় পৌঁছাতে চায়।
অ্যাক্সিওসের উদ্ধৃতিতে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, সামরিক হামলার পথ এখনো একটি বিকল্প হিসেবে খোলা রয়েছে। তাঁরা জানান, ট্রাম্প এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট চলতি সপ্তাহে এ নিয়ে আরও পরামর্শ করবেন এবং অতিরিক্ত সামরিক বিকল্পগুলো পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে সোমবার ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এরিয়া অব রেসপনসিবিলিটিতে প্রবেশ করে। এটিকে ইরানের কাছাকাছি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই মোতায়েন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের পাশে আমাদের একটি বড় আর্মাডা রয়েছে। ভেনেজুয়েলার চেয়েও বড়।’ একই সঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলেন, কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়। আমি এটা জানি। তারা বহুবার ফোন করেছে। তারা কথা বলতে চায়।’
সোমবার মার্কিন কর্মকর্তারা জানান, বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং কয়েকটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাভুক্ত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক্সে জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। পোস্টে বলা হয়, জাহাজগুলো বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে, যাতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে’ ওয়াশিংটন ওই অঞ্চলে একটি ‘বিশাল নৌবহর’ পাঠাচ্ছে। ইউএসএস আব্রাহাম লিংকনের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েনের ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেয় এবং স্বল্প সময়ের জন্য সরাসরি যুদ্ধে অংশও নেয়। যদিও ট্রাম্প গত সপ্তাহে নতুন সামরিক হামলার হুমকি থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত দেন, তবে তিনি কখনো সেই বিকল্প পুরোপুরি বাতিল করেননি।
চলতি মাসের শুরুতে যুদ্ধজাহাজগুলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে রওনা হয়। ইরানের ভেতরে বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই মোতায়েন শুরু হয়। ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তবে পরে দেশজুড়ে চলা ওই বিক্ষোভ প্রশমিত হয়ে আসে। ইরান দাবি করেছে, বিক্ষোভগুলো শুরুতে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়েছিল। তবে পরে সেগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টদের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়।
এদিকে ইরানি কর্তৃপক্ষ মার্কিন সামরিক হামলার আশঙ্কায় আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। হামলা করলে যুক্তরাষ্ট্রের ওপর ‘প্রলয়ংকরী ঘূর্ণিঝড়’ নামিয়ে আনা হবে বলে হুমকি দিয়েছে তেহরান। দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে আরও বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ বা সীমিত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গত রোববার তেহরানের কেন্দ্রীয় এলাকা এঙ্গেলাব (বিপ্লব) স্কয়ারে একটি বিশাল বিলবোর্ড উন্মোচন করে নগর কর্তৃপক্ষ। এটি ইরানের জলসীমার কাছে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরি ও সহায়ক যুদ্ধবিমান মোতায়েনের প্রেক্ষাপটে একধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিলবোর্ডে ওপর থেকে দেখা একটি বিমানবাহী রণতরির ছবি ছিল। তাতে রণতরির ডেকে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমান পড়ে থাকতে দেখা যায় এবং চারপাশের পানিতে রক্ত মিশে যুক্তরাষ্ট্রের পতাকার আকৃতি তৈরি করেছে। বিলবোর্ডে ফারসি ও ইংরেজিতে লেখা ছিল—‘বাতাসে যারা বিষের বীজ বোনে, তাদের কপালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ই জোটে।’ বাইবেলের হোসিয়া অধ্যায়ের এই বিখ্যাত প্রবচনটির মূল ভাব—মানুষ যেমন কর্ম করে, তাকে তেমনই ফল ভোগ করতে হয়।

চীন বছরের পর বছর ধরে ডাউনিং স্ট্রিটের শীর্ষ কর্মকর্তাদের মোবাইল ফোন হ্যাক করেছে। এমনটাই উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন প্রকাশ করেছে। এই গুপ্তচরবৃত্তি অভিযানে সরকারের উচ্চপর্যায়ের সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ২০২৫ সালে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছানোর মধ্যে এই সংখ্যা রেকর্ড সর্বোচ্চ। জাতিসংঘ গতকাল সোমবার নতুন পরিসংখ্যানের ভিত্তিতে এই সতর্কবার্তা দিয়েছে।
২ ঘণ্টা আগে
উত্তর কোরিয়া ‘পৃথিবীর স্বর্গ’। কয়েক দশক আগে এই ভুয়া প্রচারণায় চার ব্যক্তিকে উত্তর কোরিয়ায় নিয়ে যায় একটি প্রতারক চক্র। সেখানে পা রাখতেই স্বপ্নভঙ্গ হয় ওই চার ব্যক্তির। দীর্ঘ লড়াই শেষে তাঁদের ক্ষতিপূরণ দিতে উত্তর কোরিয়াকে নির্দেশ দিয়েছে জাপানের একটি আদালত। সোমবার দেওয়া এই রায়ে আদালত বলেছেন, ওই চার...
৩ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তি বিশ্বের মোট অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ প্রতিনিধিত্ব করবে বলে মঙ্গলবার জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত ও ইইউ উভয়ই বিকল্প কৌশল হিসেবে এই চুক্তির...
৫ ঘণ্টা আগে