Ajker Patrika

রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ২ ভারতীয় ইউক্রেন যুদ্ধে নিহত

আপডেট : ১২ জুন ২০২৪, ১১: ১৭
রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ২ ভারতীয় ইউক্রেন যুদ্ধে নিহত

ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে নিযুক্ত ২ ভারতীয়। অতি সম্প্রতি তাঁরা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে নাগাদ তাঁরা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্টেটসম্যান জানিয়েছে, রাশিয়ার ভারতীয় দূতাবাস নিহত ওই দুই ভারতীয়র দেহাবশেষ ফেরত পাওয়ার লক্ষ্যে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে, যাতে করে ওই দুই ভারতীয়র মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়। 

গতকাল মঙ্গলবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মস্কোতে আমাদের দূতাবাস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই দুজনের দেহাবশেষ দ্রুত ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সব ভারতীয়র দেশে ফেরার বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মস্কোতে ভারতীয় দূতাবাস দৃঢ়ভাবে নয়াদিল্লিতে রুশ রাষ্ট্রদূত ও মস্কোতে রুশ কর্তৃপক্ষের কাছে দেশটির সেনাবাহিনীতে থাকা সব ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি এবং ফিরে আসার জন্য বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেছে।’ 

বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাই। ভারত (রাশিয়ার কাছে) আরও দাবি করেছে, রুশ সেনাবাহিনীতে আমাদের নাগরিকদের আরও যেকোনো ধরনের নিয়োগের জন্য যাচাই করা বন্ধ করা হোক। এ ধরনের কার্যক্রম আমাদের অংশীদারত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।’ 

এর আগে, ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় ১৮ জন ভারতীয়কে রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী মারিওপোল, খারকিভ, দোনেৎস্ক, রোস্তোভ-অন-দনে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে। এর মধ্যে যুদ্ধে একজনের মৃত্যু হয়েছে বলে জানান এক এজেন্ট। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে। 

 

২০২২ সালে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে কয়েকজন ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিলেও যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতি এই প্রথমবারের মতো প্রকাশ্যে এল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত