
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের শত শত সিনেমা থেকে এবার ২২টি সিনেমা ‘অফিশিয়াল সিলেকশন’ বিভাগে রয়েছে। গত ১৭ মে থেকে কানের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবন ও পার্শ্ববর্তী সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। আর এই সিনেমাগুলো থেকে একটি বেছে নেওয়া হবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপামের জন্য।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২৩ মে পর্যন্ত যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন। সিনেমার গল্পের পাশাপাশি পরিচালনা করেছেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দ। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা। এবারের উৎসবে কোনো সিনেমা এত দীর্ঘ সময় করতালি পায়নি।
এ বিষয়ে ছবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক ওস্টলুন্দ বলেন, ‘চমৎকার স্ক্রিনিং! দর্শকদের অভিনন্দন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল।’
কান চলচ্চিত্র উৎসবের সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সিনেমা দেখার পর হেয়ারফিল্ড নামের একজন ইউটিউবার বলেন, ‘রুবেন ওস্টলুন্দের ‘‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’’ খুবই আনন্দদায়ক সিনেমা। ২০২২ সালের সেরা সিনেমা হিসাবে এটি সবারই দেখা উচিত।’
অ্যামি স্মিথ নামের একজন সাংবাদিক বলেন, এবারের কান উৎসবে এখন পর্যন্ত দেখা এটিই সেরা। শেষ পর্যন্ত যদি এই সিনেমা পুরস্কার না পায় তাহলে খারাপ লাগবে।
সিনেমাটির স্বর্ণপাম জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক। ছবিটির পরিচালক রুবেন ওস্টলুন্দ ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য স্বর্ণপাম জয় করেছিলেন।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে বিশ্বের শত শত সিনেমা থেকে এবার ২২টি সিনেমা ‘অফিশিয়াল সিলেকশন’ বিভাগে রয়েছে। গত ১৭ মে থেকে কানের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবন ও পার্শ্ববর্তী সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে। আর এই সিনেমাগুলো থেকে একটি বেছে নেওয়া হবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপামের জন্য।
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২৩ মে পর্যন্ত যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন। সিনেমার গল্পের পাশাপাশি পরিচালনা করেছেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দ। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর আট মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শকেরা। এবারের উৎসবে কোনো সিনেমা এত দীর্ঘ সময় করতালি পায়নি।
এ বিষয়ে ছবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক ওস্টলুন্দ বলেন, ‘চমৎকার স্ক্রিনিং! দর্শকদের অভিনন্দন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল।’
কান চলচ্চিত্র উৎসবের সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সিনেমা দেখার পর হেয়ারফিল্ড নামের একজন ইউটিউবার বলেন, ‘রুবেন ওস্টলুন্দের ‘‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’’ খুবই আনন্দদায়ক সিনেমা। ২০২২ সালের সেরা সিনেমা হিসাবে এটি সবারই দেখা উচিত।’
অ্যামি স্মিথ নামের একজন সাংবাদিক বলেন, এবারের কান উৎসবে এখন পর্যন্ত দেখা এটিই সেরা। শেষ পর্যন্ত যদি এই সিনেমা পুরস্কার না পায় তাহলে খারাপ লাগবে।
সিনেমাটির স্বর্ণপাম জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেক দর্শক। ছবিটির পরিচালক রুবেন ওস্টলুন্দ ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’ সিনেমার জন্য স্বর্ণপাম জয় করেছিলেন।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
১ ঘণ্টা আগে