Ajker Patrika

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের

বিনোদন ডেস্ক
অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের
আমান্ডা সেফ্রিড। ছবি: ইনস্টাগ্রাম

অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!

আমান্ডা সেফ্রিড প্রথম অস্কারে মনোনয়ন পান ২০২১ সালে, ডেভিড ফিঞ্চার পরিচালিত ‘মান্ক’ সিনেমার জন্য। গত বছর মুক্তি পেয়েছে তাঁর দুটি সিনেমা ‘দ্য টেস্টিমেন্ট অব অ্যান লি’ ও ‘দ্য হাউসমেইড’। দুটি সিনেমাতেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। অ্যান লি চরিত্রের জন্য গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছেন। ২২ জানুয়ারি ঘোষিত হবে এবারের অস্কারের মনোনয়ন। তাতেও আমান্ডা সেফ্রিডের নাম আসতে পারে, এমন গুঞ্জন আছে।

তাই সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের পক্ষ থেকে আমান্ডা সেফ্রিডের কাছে জানতে চাওয়া হয়, অস্কার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, ‘যদি পাই, সেটা অবশ্যই ভালো হবে। তবে অস্কারের কোনো প্রয়োজন আমার নেই।’ আমান্ডা সেফ্রিড পাল্টা প্রশ্ন রাখেন, ‘তোমার কি মনে আছে গত ১০ বছরে কারা কারা অস্কার জিতেছে? দর্শক সেটা মনে রাখে না। একজন শিল্পীর জীবনে সবচেয়ে জরুরি হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারে টিকে থাকা। আমি অস্কার জেতা ছাড়াই এত দূর আসতে পেরেছি।’

যদি তিনি এ বছর অস্কারে মনোনয়ন না-ও পান, তাতেও কোনো আফসোস হবে না বলে জানান আমান্ডা সেফ্রিড। কারণ, তাঁর মতে, তিনি এরই মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। পুরস্কারের চেয়ে বরং দর্শকদের আস্থা অর্জন করাটাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।

অভিনেত্রী বলেন, ‘আমাদের সবার জীবনেই উত্থান-পতন থাকে। দর্শকদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দিনে দিনে বদলাতে পারে। আমার ক্যারিয়ার এখন ভালো সময়ে আছে। দ্য হাউসমেইড বক্স অফিসে ভালো করছে। তবে সব সময় এমন হয় না। কখনো ‘‘মাম্মা মিয়া!’’-এর মতো সাফল্য আসে। কখনো ‘‘টেড ২’’ কিংবা ‘‘আ মিলিয়ন ওয়েজ টু ডাই ইন দ্য ওয়েস্ট’’-এর অধ্যায়ও আসে। যেগুলো বক্স অফিসে খুব ভালো করার কথা ছিল, কিন্তু তা হয়নি। তবে এসব নিয়ে না ভেবে আমি নিজের পছন্দ এবং মূল্যবোধে অবিচল থাকি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত