Ajker Patrika

পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন রণবীর-আলিয়া

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ০৭
পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন রণবীর-আলিয়া

অবশেষে তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে গুঞ্জন আর অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। দাদা রাজ কাপুরের চেম্বুরের বাড়ি আরকে হাউসেই চার হাত এক হতে চলেছে। এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের।

বিয়ে নিয়ে দুই পরিবার মুখে কুলুপ আঁটলেও গোপন নেই কিছুই। বিয়ের সম্ভাব্য দিনক্ষণ, ভেন্যু ও অতিথি তালিকার পর এবার জানা গেল রণবীর-আলিয়া কোন রীতিতে বিয়ে করছেন তা-ও। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন এই তারকা জুটি। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবি রীতিনীতি মেনে চলবে মেহেন্দি, হলদি ও সংগীতের অনুষ্ঠান।

পাঞ্জাবি রীতিতে বিয়ে হবে রণবীর-আলিয়ার। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।পিংক ভিলার প্রতিবেদনে জানা যায়, আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন মনীশ মালহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা পোশাকে। বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। এপ্রিলের শেষ দিকে এই দম্পতি তাঁদের ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য অনুষ্ঠানের আয়োজন করবেন। 

আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন মনীশ মালহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা পোশাকে। তারকাদের মধ্যে অতিথি তালিকায় আছেন অর্জুন কাপুর, জোয়া আখতার, মনীশ মালহোত্রা, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর, বরুণ ধাওয়ান, অয়ন মুখার্জিসহ রণবীর-আলিয়ার কাছের বেশ কয়েকজন। আর কাপুর ও ভাট পরিবারের সদস্যরা তো থাকবেনই। তাঁদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, রিদ্ধিমা কাপুর, কারিশমা কাপুর, সাইফ আলি খান, সোনি রাজদান, মহেশ ভাট, শাহিন ভাট, পূজা ভাট প্রমুখ।

রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত