Ajker Patrika

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবার গর্ভবতী কুকুরকে গাড়িচাপায় হত্যার ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের নিরাপত্তাপ্রহরীসহ দুজনের বিরুদ্ধে মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী নাজবীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, আদালত অভিযোগটি এফআইআর হিসেবে নিতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অজ্ঞাতনামা দুই আসামির বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৪২৮ তৎসহ ২০১৮-এর ৯৮ ধারায় শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

এর আগে ৪ ডিসেম্বর রাতে নগরীর ডিসি হিলে একটি গর্ভবতী কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে আদালতে নালিশি মামলার আবেদন করেন তোফাইল আহম্মদ (২৭) নামের এক যুবক।

মামলায় দুজন আসামির নাম-পরিচয় অজ্ঞাতনামা হলেও পেশায় একজন জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তারক্ষী ও অন্যজন গাড়িচালক বলে উল্লেখ করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ৪ ডিসেম্বর রাতে নগরীর কোতোয়ালি থানাধীন ডিসির বাসভবন থেকে একটি গাড়ি বের হওয়ার সময় নিরাপত্তাপ্রহরী ডিসি হিলের প্রধান ফটকের দরজা খুলে দেয়। ওই সময় ফটকের সামনে একটি গর্ভবতী কুকুর বসা ছিল।

এ সময় চালক গাড়ি চালিয়ে কুকুরটির ওপর দিয়ে চলে যায়। কুকুরটি পিষ্ট হয়েছে বুঝতে পেরেও চালক গাড়ি চালিয়ে চলে যান। এ ছাড়া নিরাপত্তাপ্রহরী কুকুরটিকে দেখতে পেয়েও তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি এবং কুকুরটি পিষ্ট হওয়ার পর তাঁকে বাঁচানোর কোনো চেষ্টা করেনি।

এই ঘটনায় চট্টগ্রামসহ সারা দেশের পশুপ্রেমীরা সংক্ষুব্ধ হয়েছে। ঘটনার পক্ষে সাক্ষ্য-প্রমাণ, স্থির ও ভিডিও চিত্র রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাদী তোফাইল আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করতে গেলে সেখান থেকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।’

উল্লেখ্য, ১ ডিসেম্বর পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে আট কুকুরছানাকে বস্তাবন্দী করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তুলকালাম ঘটে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। ওই মামলায় নিশি রহমান (৩৮) নামের এক গৃহবধূ গ্রেপ্তার হয়ে কারাগারে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...