বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গুলিতে নিহত বাংলাদেশি নুর জামালের (৪০) লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বেউরঝাড়ী ক্যাম্পের ৩৮০ নম্বর পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের বৈঠক শেষে লাশ হস্তান্তর করা হয়।
নিহত নুর জামাল উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুর ইসলামের ছোট ভাই।
লাশ হস্তান্তরের সময় উপস্থিত উপজেলার আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডংগা) বলেন, ভারতের সোনামতি কোম্পানি কমান্ডার টিসি রাজীব চন্দ্র রায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রায় মোহন দুই দেশের সীমান্তের আইনি প্রক্রিয়া সম্পাদনের পর নিহতের বড় ভাই নবিরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।
এ সময় বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান, শামীম ফেরদৌস, আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সামসুল আলম উপস্থিত ছিলেন। পরে দাফনের জন্য নুর জামালের লাশ স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ।
আজ বুধবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে নুর জামালের লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত রোববার রাত ১টার দিকে বিএসএফের গুলিতে নিহত নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২/৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুর জামাল।
এ ঘটনায় গত সোমবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গুলিতে নিহত বাংলাদেশি নুর জামালের (৪০) লাশ তিন দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বেউরঝাড়ী ক্যাম্পের ৩৮০ নম্বর পিলারের কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের বৈঠক শেষে লাশ হস্তান্তর করা হয়।
নিহত নুর জামাল উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুর ইসলামের ছোট ভাই।
লাশ হস্তান্তরের সময় উপস্থিত উপজেলার আমজানখোর ইউপি চেয়ারম্যান মো. আকালু (ডংগা) বলেন, ভারতের সোনামতি কোম্পানি কমান্ডার টিসি রাজীব চন্দ্র রায়, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রায় মোহন দুই দেশের সীমান্তের আইনি প্রক্রিয়া সম্পাদনের পর নিহতের বড় ভাই নবিরুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।
এ সময় বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান, শামীম ফেরদৌস, আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার সামসুল আলম উপস্থিত ছিলেন। পরে দাফনের জন্য নুর জামালের লাশ স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ।
আজ বুধবার রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে নুর জামালের লাশ দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত রোববার রাত ১টার দিকে বিএসএফের গুলিতে নিহত নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২/৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নুর জামাল।
এ ঘটনায় গত সোমবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
২০ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪২ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে