Ajker Patrika

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালপত্র জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮: ২২
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালপত্র জব্দ
বিজিবির অভিযানে জব্দ করা মালামাল। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে এসব মালপত্র জব্দ করা হয়।

মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

জানা গেছে, গোয়াইনঘাটের বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল, সংগ্রাম বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিজিবি। তারা অসংখ্য ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করে। জব্দ মালপত্রের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালপত্র জব্দ করা হয়। জব্দ মালপত্রের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

আজকের রাশিফল: প্রেমে ‘পজেসিভ’ হলে বিবাদ বাড়বে, মোবাইল-মানিব্যাগ সাবধান

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

সিলেটের সকালটা আজ অন্যরকম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত