নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে। আজ রোববার (১৮ মে) মৌলভীবাজার জেলায় ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজে দুর্নীতি যত কমবে, দুদকের প্রয়োজনীয়তা কমবে। বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুষ প্রদান করে থাকি, সেটা বন্ধ করতে হবে। মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা-সেবাগ্রহীতাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ ভবিষ্যতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে প্রত্যাশার কথা জানান দুদক চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে দুদকের কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধে জয়লাভ দুদকের একার পক্ষে সম্ভব নয়, এ দেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুষ দেবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।’
গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানে নেওয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এ ছাড়া অন্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেওয়া হয়।

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে। আজ রোববার (১৮ মে) মৌলভীবাজার জেলায় ‘আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুদকের ১৭৫তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন দুদকের কমিশনার (অনুসন্ধান) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ।
দুদক চেয়ারম্যান বলেন, ‘সমাজে দুর্নীতি যত কমবে, দুদকের প্রয়োজনীয়তা কমবে। বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুষ প্রদান করে থাকি, সেটা বন্ধ করতে হবে। মৌলভীবাজারকে ঘুষ-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা-সেবাগ্রহীতাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’ ভবিষ্যতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে প্রত্যাশার কথা জানান দুদক চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে দুদকের কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহ্সান ফরিদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধে জয়লাভ দুদকের একার পক্ষে সম্ভব নয়, এ দেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়। সবাই মিলে চেষ্টা করলে দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুষ দেবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।’
গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানে নেওয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। এ ছাড়া অন্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেওয়া হয়।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে