হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের এক শিশুসহ আরও চারজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
জেলা সদরে কাজে আসা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ফিরছিলেন কর্মস্থলে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
নিহত দুই সহোদর হলেন বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৬০) ও তাজউদ্দিন (৪৫)। আহতরা হলেন তাজউদ্দিনের ছেলে মিশকাত, মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম, ছিলাপাঞ্জা গ্রামের নবীর হোসেনের স্ত্রী খাইরুন্নেছা ও একই গ্রামে মিন্নত আলীর ছেলে মো. আলী।
হতাহতদের স্বজন ও সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আজ খালার জানাজা পড়ার জন্য মহিন উদ্দিন ও তাজউদ্দিন পরিবারের লোকজন নিয়ে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে গিয়েছিলেন। ইফতারের পর দুটি অটোরিকশায় করে তাঁরা বাড়িতে ফিরছিলেন। বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া নামক স্থানে এলে একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে কাছাকাছি থাকা ওই দুটি অটোরিকশা উল্টে যায়। এতে গুরুতর আহত হন মহিন উদ্দিন ও তাঁর ভাই তাজউদ্দিন। আহত হন পরিবারের আরও চারজন সদস্য। এ সময় বানিয়াচংয়ের ইউএনও হবিগঞ্জ শহর থেকে উপজেলায় ফিরছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ইউএনওর গাড়িচালক শাহ অর্ণব বলেন, ‘ইউএনও স্যারকে নিয়ে আমি হবিগঞ্জ থেকে বানিয়াচং ফিরছিলাম। এ সময় ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনায় হতাহতদের দেখতে পাই। এরপর হতাহতদের নিয়ে হাসপাতালে আসি। স্যার সিএনজিতে করে অফিসে চলে যান।’

হবিগঞ্জের বানিয়াচংয়ে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের এক শিশুসহ আরও চারজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ভাটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
জেলা সদরে কাজে আসা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ফিরছিলেন কর্মস্থলে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
নিহত দুই সহোদর হলেন বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের বানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৬০) ও তাজউদ্দিন (৪৫)। আহতরা হলেন তাজউদ্দিনের ছেলে মিশকাত, মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম, ছিলাপাঞ্জা গ্রামের নবীর হোসেনের স্ত্রী খাইরুন্নেছা ও একই গ্রামে মিন্নত আলীর ছেলে মো. আলী।
হতাহতদের স্বজন ও সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আজ খালার জানাজা পড়ার জন্য মহিন উদ্দিন ও তাজউদ্দিন পরিবারের লোকজন নিয়ে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে গিয়েছিলেন। ইফতারের পর দুটি অটোরিকশায় করে তাঁরা বাড়িতে ফিরছিলেন। বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া নামক স্থানে এলে একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হলে কাছাকাছি থাকা ওই দুটি অটোরিকশা উল্টে যায়। এতে গুরুতর আহত হন মহিন উদ্দিন ও তাঁর ভাই তাজউদ্দিন। আহত হন পরিবারের আরও চারজন সদস্য। এ সময় বানিয়াচংয়ের ইউএনও হবিগঞ্জ শহর থেকে উপজেলায় ফিরছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি অফিসের গাড়ি দিয়ে হতাহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ইউএনওর গাড়িচালক শাহ অর্ণব বলেন, ‘ইউএনও স্যারকে নিয়ে আমি হবিগঞ্জ থেকে বানিয়াচং ফিরছিলাম। এ সময় ভাটিপাড়া এলাকায় দুর্ঘটনায় হতাহতদের দেখতে পাই। এরপর হতাহতদের নিয়ে হাসপাতালে আসি। স্যার সিএনজিতে করে অফিসে চলে যান।’

এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
২ ঘণ্টা আগে