মো. শাহ আলম সুমন, কুলাউড়া (মৌলভীবাজার)

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত হন মৌলভীবাজারের কুলাউড়ার অলিউর রহমান নয়ন (২২)। আজ সোমবার সকালে মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুলাউড়ার কর্মধার ফটিগুলিতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
বিস্ফোরণে ঝলসে যাওয়া সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে না পেরে নয়নের বাবা আশিক মিয়া আহাজারি করে বলেন, ‘আমার নয়নের মুখ পুড়ে গেছে, দেখছি শুধু, কিন্তু শেষবারের মতো নয়নটারে ছুঁয়ে দেখতে, জড়াই ধরতে পারলাম না। ছেলে আমার আর ফোন দিয়ে বলবে না বাবা টাকা পাঠাইছি বাজারে গিয়ে তুলে নিয়ো। আমার ছেলের পোড়া মুখ দেখতে হবে জানলে এমন চাকরিতে দিতাম না।’
বাবা আশিক মিয়া বলেন, ‘চার ভাই ও দুই বোনের মধ্যে অলিউর রহমান সবার বড়। তাঁকে আদর করে নয়ন নামে ডাকত ঘরের সবাই। কাজের সন্ধানে বছরখানেক আগে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে কাজ পেয়ে সেখানে যায় নয়ন। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেয়ে ছোট ভাইবোনের খরচের জন্য বাড়িতে পাঁচ-সাত হাজার টাকা পাঠাত। শনিবার সন্ধ্যায় নয়ন ফোন করে বলে গারদবাজারে একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে। সেই টাকা তুলে ছোট ভাই-বোনদের জন্য খরচ করতে বলে। আমি রাতে খরচ করে বাড়িতে নিয়ে আসি। সকালে খবর পাই রাতেই বিস্ফোরণে নিহত হয়ে চট্টগ্রামের হাসপাতালে আমার নয়নের নিথর দেহ পড়ে আছে। তাঁর ছোট ভাই-বোনদের পড়াশুনা করানো স্বপ্ন নিয়ে এত দূর থেকে কষ্ট করে কাজ করত নয়ন।’
আজ সোমবার সকাল ১১টায় নয়নের মরদেহ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামে এসে পৌঁছায়। তখন পরিবারের লোকজনের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। গোটা এলাকার শত শত মানুষ আগে থেকেই ভিড় জমান নয়নকে শেষবারের মতো দেখতে। যেই দেখেছেন নয়নের জন্য অশ্রুসিক্ত হয়ে পড়ছেন। ফটিগুলী গ্রামের মসজিদের সামনে দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
স্বজনেরা জানান, বিস্ফোরণে নয়নের মুখ ও শরীরে বেশির ভাগ অংশ ঝলসে গেছে। মুখ দেখে চেনার উপায় নেই। তাঁর বাবা আশিক মিয়া দিনমজুরের কাজ করে সংসার চালাতে হিমশিম খেতেন। বাবা, সৎ মা আর ভাই বোনদের নিয়ে অভাব অনটনের সংসারের হাল ধরতেই নয়নকে চাকরিতে যোগ দিতে হয়েছিল। দরিদ্র পরিবারের বড় সন্তান হিসেবে বছরখানেক পূর্বে একই গ্রামের বাসিন্দা মামুন মিয়া ঠিকাদারের মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুতে পরিবারের স্বপ্নেরও মৃত্যু হলো।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে কর্মরত শ্রমিক কুলাউড়া উপজেলার বাসিন্দা অলিউর রহমান নয়ন (২২) নামক যুবক মারা যান। দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটু দূরে থেকে নিজের ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা লাইভ করছিলেন। লাইভের ৪০ মিনিটের পর সেখানে বিস্ফোরণে অলিউর রহমান নয়ন মারা যান। এ সময় সেখানে থাকা বাকিরাও হতাহত হোন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত হন মৌলভীবাজারের কুলাউড়ার অলিউর রহমান নয়ন (২২)। আজ সোমবার সকালে মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুলাউড়ার কর্মধার ফটিগুলিতে নিয়ে আসা হয়। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
বিস্ফোরণে ঝলসে যাওয়া সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে না পেরে নয়নের বাবা আশিক মিয়া আহাজারি করে বলেন, ‘আমার নয়নের মুখ পুড়ে গেছে, দেখছি শুধু, কিন্তু শেষবারের মতো নয়নটারে ছুঁয়ে দেখতে, জড়াই ধরতে পারলাম না। ছেলে আমার আর ফোন দিয়ে বলবে না বাবা টাকা পাঠাইছি বাজারে গিয়ে তুলে নিয়ো। আমার ছেলের পোড়া মুখ দেখতে হবে জানলে এমন চাকরিতে দিতাম না।’
বাবা আশিক মিয়া বলেন, ‘চার ভাই ও দুই বোনের মধ্যে অলিউর রহমান সবার বড়। তাঁকে আদর করে নয়ন নামে ডাকত ঘরের সবাই। কাজের সন্ধানে বছরখানেক আগে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে কাজ পেয়ে সেখানে যায় নয়ন। প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন পেয়ে ছোট ভাইবোনের খরচের জন্য বাড়িতে পাঁচ-সাত হাজার টাকা পাঠাত। শনিবার সন্ধ্যায় নয়ন ফোন করে বলে গারদবাজারে একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের দোকানে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে। সেই টাকা তুলে ছোট ভাই-বোনদের জন্য খরচ করতে বলে। আমি রাতে খরচ করে বাড়িতে নিয়ে আসি। সকালে খবর পাই রাতেই বিস্ফোরণে নিহত হয়ে চট্টগ্রামের হাসপাতালে আমার নয়নের নিথর দেহ পড়ে আছে। তাঁর ছোট ভাই-বোনদের পড়াশুনা করানো স্বপ্ন নিয়ে এত দূর থেকে কষ্ট করে কাজ করত নয়ন।’
আজ সোমবার সকাল ১১টায় নয়নের মরদেহ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামে এসে পৌঁছায়। তখন পরিবারের লোকজনের কান্নায় ভারী হয়ে উঠে পরিবেশ। গোটা এলাকার শত শত মানুষ আগে থেকেই ভিড় জমান নয়নকে শেষবারের মতো দেখতে। যেই দেখেছেন নয়নের জন্য অশ্রুসিক্ত হয়ে পড়ছেন। ফটিগুলী গ্রামের মসজিদের সামনে দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।
স্বজনেরা জানান, বিস্ফোরণে নয়নের মুখ ও শরীরে বেশির ভাগ অংশ ঝলসে গেছে। মুখ দেখে চেনার উপায় নেই। তাঁর বাবা আশিক মিয়া দিনমজুরের কাজ করে সংসার চালাতে হিমশিম খেতেন। বাবা, সৎ মা আর ভাই বোনদের নিয়ে অভাব অনটনের সংসারের হাল ধরতেই নয়নকে চাকরিতে যোগ দিতে হয়েছিল। দরিদ্র পরিবারের বড় সন্তান হিসেবে বছরখানেক পূর্বে একই গ্রামের বাসিন্দা মামুন মিয়া ঠিকাদারের মাধ্যমে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুতে পরিবারের স্বপ্নেরও মৃত্যু হলো।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সেখানে কর্মরত শ্রমিক কুলাউড়া উপজেলার বাসিন্দা অলিউর রহমান নয়ন (২২) নামক যুবক মারা যান। দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটু দূরে থেকে নিজের ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা লাইভ করছিলেন। লাইভের ৪০ মিনিটের পর সেখানে বিস্ফোরণে অলিউর রহমান নয়ন মারা যান। এ সময় সেখানে থাকা বাকিরাও হতাহত হোন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে