বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের বড়লেখার কাওছার হামিদ আলী (৩৫)। সেখান থেকে প্রায় সাত বছর পর আলী পাড়ি জমান ফ্রান্সে। এর মধ্যে প্রায় এক যুগ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। আলী দেশে ফিরছেন, তবে জীবিত নয় লাশ হয়ে।
ফ্রান্সে খুন হওয়ার প্রায় দেড় মাস পর আলীর লাশ দেশে আসছে আগামীকাল সোমবার। ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাঁর লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। আলীর বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
আলীর পরিবার জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক প্রথমে আলীকে ঘাড়ে আঘাত করে। এর পর ঘাতকেরা তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দেয়। এতে আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন তিনি কোমাতে ছিলেন। এরপর ১৩ অক্টোবর মারা যান। গত ২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার।
আলীর বাবা আবুল হোসেন ডুকরে কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রায় ১২ বছর আগে আমার ছেলে লেখাপড়ার জন্য ইংল্যান্ড যায়। সেখান থেকে প্রায় ৭ বছর পর ফ্রান্সে পাড়ি জমায়। প্রায় এক যুগ কেটে গেছে। সে আর দেশে আসেনি। আশা ছিল দেশে এলে তাকে বিয়ে দেব। কিন্তু তা আর হবে না। সোমবার ভোরে আমার ছেলের লাশ দেশে এসে পৌঁছাবে। আমি লাশের জন্য ঢাকায় অবস্থান করেছি।’
প্রবাসী সূত্রের বরাত দিয়ে আলীর পরিবার জানায়, আলীকে হত্যায় জড়িতদের ধরতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজন ও প্রবাসীরা আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে আলীর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার ভোরে লাশ দেশে পৌঁছাবে। আলীর মৃত্যুর ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারে জন্য ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের বড়লেখার কাওছার হামিদ আলী (৩৫)। সেখান থেকে প্রায় সাত বছর পর আলী পাড়ি জমান ফ্রান্সে। এর মধ্যে প্রায় এক যুগ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। আলী দেশে ফিরছেন, তবে জীবিত নয় লাশ হয়ে।
ফ্রান্সে খুন হওয়ার প্রায় দেড় মাস পর আলীর লাশ দেশে আসছে আগামীকাল সোমবার। ফ্রান্সে আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার তাঁর লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওই দিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশি জামে মসজিদে তাঁর প্রথম জানাজা হয়। আলীর বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
আলীর পরিবার জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে কয়েকজন যুবক প্রথমে আলীকে ঘাড়ে আঘাত করে। এর পর ঘাতকেরা তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দেয়। এতে আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন তিনি কোমাতে ছিলেন। এরপর ১৩ অক্টোবর মারা যান। গত ২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার।
আলীর বাবা আবুল হোসেন ডুকরে কাঁদতে কাঁদতে বলেন, ‘প্রায় ১২ বছর আগে আমার ছেলে লেখাপড়ার জন্য ইংল্যান্ড যায়। সেখান থেকে প্রায় ৭ বছর পর ফ্রান্সে পাড়ি জমায়। প্রায় এক যুগ কেটে গেছে। সে আর দেশে আসেনি। আশা ছিল দেশে এলে তাকে বিয়ে দেব। কিন্তু তা আর হবে না। সোমবার ভোরে আমার ছেলের লাশ দেশে এসে পৌঁছাবে। আমি লাশের জন্য ঢাকায় অবস্থান করেছি।’
প্রবাসী সূত্রের বরাত দিয়ে আলীর পরিবার জানায়, আলীকে হত্যায় জড়িতদের ধরতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজন ও প্রবাসীরা আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে আলীর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার ভোরে লাশ দেশে পৌঁছাবে। আলীর মৃত্যুর ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের গ্রেপ্তারে জন্য ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৫ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৬ ঘণ্টা আগে