জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।
উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।
একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।
উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।
একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে