সিলেট প্রতিনিধি

গেল মাসে (জুন) সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। মাসের শুরুতে সড়ক দুর্ঘটনার হার কিছুটা কম থাকলেও শেষের দিকে বেড়েছে। তবে ঈদুল আজহার সময় কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি।
আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এর আগে মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছিলেন।
বিভাগীয় কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেটে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মৌলভীবাজারে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুইটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ছয়জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও নয়জন পথচারী রয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুজন ও মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। গাছ ও বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গেল মাসে (জুন) সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। মাসের শুরুতে সড়ক দুর্ঘটনার হার কিছুটা কম থাকলেও শেষের দিকে বেড়েছে। তবে ঈদুল আজহার সময় কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি।
আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এর আগে মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছিলেন।
বিভাগীয় কমিটি সদস্যসচিব স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেটে ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মৌলভীবাজারে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঁচটি স্থানীয় দৈনিক, অনলাইন পত্রিকার তথ্য, দুইটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।
আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ছয়জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও নয়জন পথচারী রয়েছেন।
এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুজন ও মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। গাছ ও বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ছয়জন মহিলা ও তিনজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১৯ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে