গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে হামলা-ব্যালট বাক্স ভাংচুরসহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করে তারা। আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দুপুর পৌনে ২টার দিকে ওই কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির প্রধান ফটক তালবদ্ধ। ভেতরে প্রশাসনসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট সকলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এ সময় সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি পিকআপ ঘটনাস্থলে পৌঁছালে তালা খুলে বাইরে আসেন তারা।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পলাশবাড়ী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোদাচ্ছের হোসেন তালুকদার জানান, দুপুরে ভোট চলাকালীন কেন্দ্রে হামলা চালায় দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। তারা বিদ্যালয় চত্বরে কয়েকটি ককটেল বিস্ফোরণসহ কেন্দ্র দখলে নিয়ে ভোটকক্ষে ঢুকে দুটি ব্যালট বাক্স ভাঙচুর ও একটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিদ্যালয়ে দরজা-জানালাসহ বারান্দার গ্রিল ভাঙচুর করে হামলাকারীরা।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা আজকের পত্রিকাকে জানান, ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৮ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩৩ মিনিট আগে