কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।

কুড়িগ্রামে বিক্ষোভ মিছিলের পর নাশকতার আশঙ্কায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে বিক্ষোভ মিছিলের পর সোয়া ১০টা পর্যন্ত কুড়িগ্রাম সদর থেকে দলটির চারজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জামায়াতের কর্মীরা হলেন শামসুল হক, জাবিউর রহমান এনছানুর, নুরুল ইসলাম ও শহিদুল ইসলাম।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও সদর থানার ওসি ফরিদ হোসেন জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন, দলের আমিরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ঝটিকা মিছিল করেছে জামায়াত। আজ সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে দলটি। মিছিলে কয়েক শ নেত-কর্মী অংশ নেন।
জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে শহরের দাদামোড় থেকে মিছিল শুরু হয়। এরপর তা জিয়াবাজার ও মজিদা কলেজ সড়ক হয়ে ডায়াবেটিক হাসপাতাল মোড় ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে শেষ হয়। মিছিলে জেলা ও শহর জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের আরেক কর্মী বলেন, ‘গত ২৬ জুলাই পুলিশ সুপার বরাবর চিঠি দিয়ে বিক্ষোভ মিছিলের বিষয়টি অবগত করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে আমরা বিক্ষোভ মিছিল করেছি।’
ওসি ফরিদ হোসেন বলেন, ‘জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের পূর্বের নাশকতা সৃষ্টি চেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই জামায়াত ঝটিকা মিছিল করেছে। ইতিমধ্যে তাদের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের আশঙ্কা থেকে গ্রেপ্তার অভিযান চলছে।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে