পীরগাছা (রংপুর) প্রতিনিধি

কাজ শেষ হওয়ার ২৫ দিন অতিবাহিত হলেও মজুরি না পাওয়ায় আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকেরা। ছাওলা ইউনিয়নের ৪ শতাধিক নারী-পুরুষ শ্রমিক এই বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। সমাবেশে স্থানীয় লোকজনও একাত্মতা প্রকাশ করেন।
মিছিলে শ্রমিকেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশ থেকে আগামী রোববারের মধ্যে টাকা না পেলে উপজেলা পরিষদের সামনে গণঅনশনসহ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকেরা।
শ্রমিকেরা মাইকিং করে কর্মসূচির শ্রমিকদের একত্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ইউপি কার্যালয়ে ছিলেন। পরে ইউপি সদস্য আইয়ুব আলীর নেতৃত্বে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় পাওটানা বাজার প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক সর্দার রেজাউল করিম, রিপন মিয়া, জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, এমদাদুল হক, ৭ নম্বর ওয়ার্ডের শ্রমিক নুরুজ্জামান, রনজিনা বেগম, ৩ নম্বর ওয়ার্ডের মোরশেদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের শাহিনুর বেগম প্রমুখ।
সমাবেশে স্থানীয় শ্রমিকেরা অভিযোগ করে বলেন, পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে গত ১৫ জানুয়ারি কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়। দীর্ঘ ৪০ দিন কাজ করে ১১ মার্চ শেষ হয়। এরপর উপজেলার ৭টি ইউনিয়নের শ্রমিকেরা কাজের মজুরি পেলেও তালিকা জটিলতার কারণে বাদ পড়েন উপজেলার পারুল ও ছাওলা ইউনিয়নের শ্রমিকেরা। কাজ শেষে ২৫ দিন পেরিয়ে গেলে তাদের মোবাইল ফোনের অ্যাকাউন্টে টাকা আসেনি।
শ্রমিকেরা আরও বলেন, ‘যখন আলু উত্তোলন, বোরো ধান রোপণসহ নানা কাজের ভিড় তখন আমরা এই কর্মসূচির কাজ করেছি। শুরু থেকেই কোনো মজুরি দেওয়া হয়নি। সে সময় আমরা অন্য কাজও করতে পারিনি। এখন রমজান মাসে আমাদের চরম দুর্দিন চলছে। টাকার বিষয়ে স্থানীয় ছাওলা ইউনিয়ন পরিষদ ও উপজেলায় খোঁজখবর করেও কোনো সাড়া পাওয়া যায়নি।’
সমাবেশে ৬ নম্বর ওয়ার্ডের শ্রমিক আতোয়ার হোসেন বলেন, ‘কাজ করেও আজ আমরা অসহায়। মজুরি পাচ্ছি না। রমজান মাসে স্ত্রী-সন্তান নিয়ে চরম বেকায়দায় আছি। হতাশায় শ্রমিকেরা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।’
সমাবেশে ছাওলা ইউপি চেয়ারম্যান আলহাজ নাজির হোসেন বলেন, ‘শ্রমিকদের নিজের নামে কেনা মোবাইল সিমে তাদের অ্যাকাউন্টে করা হয়েছে। তাদের মোবাইলে টাকা ঢুকবে। এখানে আমাদের করার কিছু নাই। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যেন দ্রুত টাকা পায়।’
পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, অ্যাকাউন্টে জটিলতায় পারুল ও ছাওলা ইউনিয়নের শ্রমিকদের টাকা যেতে একটু দেরি হচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।

কাজ শেষ হওয়ার ২৫ দিন অতিবাহিত হলেও মজুরি না পাওয়ায় আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকেরা। ছাওলা ইউনিয়নের ৪ শতাধিক নারী-পুরুষ শ্রমিক এই বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। সমাবেশে স্থানীয় লোকজনও একাত্মতা প্রকাশ করেন।
মিছিলে শ্রমিকেরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সমাবেশ থেকে আগামী রোববারের মধ্যে টাকা না পেলে উপজেলা পরিষদের সামনে গণঅনশনসহ আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকেরা।
শ্রমিকেরা মাইকিং করে কর্মসূচির শ্রমিকদের একত্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে রাখেন। এ সময় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন ইউপি কার্যালয়ে ছিলেন। পরে ইউপি সদস্য আইয়ুব আলীর নেতৃত্বে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় পাওটানা বাজার প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক সর্দার রেজাউল করিম, রিপন মিয়া, জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, এমদাদুল হক, ৭ নম্বর ওয়ার্ডের শ্রমিক নুরুজ্জামান, রনজিনা বেগম, ৩ নম্বর ওয়ার্ডের মোরশেদ আলী, ৯ নম্বর ওয়ার্ডের শাহিনুর বেগম প্রমুখ।
সমাবেশে স্থানীয় শ্রমিকেরা অভিযোগ করে বলেন, পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে গত ১৫ জানুয়ারি কর্মসৃজন কর্মসূচির কাজ শুরু হয়। দীর্ঘ ৪০ দিন কাজ করে ১১ মার্চ শেষ হয়। এরপর উপজেলার ৭টি ইউনিয়নের শ্রমিকেরা কাজের মজুরি পেলেও তালিকা জটিলতার কারণে বাদ পড়েন উপজেলার পারুল ও ছাওলা ইউনিয়নের শ্রমিকেরা। কাজ শেষে ২৫ দিন পেরিয়ে গেলে তাদের মোবাইল ফোনের অ্যাকাউন্টে টাকা আসেনি।
শ্রমিকেরা আরও বলেন, ‘যখন আলু উত্তোলন, বোরো ধান রোপণসহ নানা কাজের ভিড় তখন আমরা এই কর্মসূচির কাজ করেছি। শুরু থেকেই কোনো মজুরি দেওয়া হয়নি। সে সময় আমরা অন্য কাজও করতে পারিনি। এখন রমজান মাসে আমাদের চরম দুর্দিন চলছে। টাকার বিষয়ে স্থানীয় ছাওলা ইউনিয়ন পরিষদ ও উপজেলায় খোঁজখবর করেও কোনো সাড়া পাওয়া যায়নি।’
সমাবেশে ৬ নম্বর ওয়ার্ডের শ্রমিক আতোয়ার হোসেন বলেন, ‘কাজ করেও আজ আমরা অসহায়। মজুরি পাচ্ছি না। রমজান মাসে স্ত্রী-সন্তান নিয়ে চরম বেকায়দায় আছি। হতাশায় শ্রমিকেরা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে।’
সমাবেশে ছাওলা ইউপি চেয়ারম্যান আলহাজ নাজির হোসেন বলেন, ‘শ্রমিকদের নিজের নামে কেনা মোবাইল সিমে তাদের অ্যাকাউন্টে করা হয়েছে। তাদের মোবাইলে টাকা ঢুকবে। এখানে আমাদের করার কিছু নাই। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি তারা যেন দ্রুত টাকা পায়।’
পীরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, অ্যাকাউন্টে জটিলতায় পারুল ও ছাওলা ইউনিয়নের শ্রমিকদের টাকা যেতে একটু দেরি হচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৩৫ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে