
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকচাপায় বিপুল মিয়া (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল শনিবার রাতে বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাঙ্গা মিয়া (১৮) নামের এক তরুণ আহত হন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
বিপুল বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার লক্ষ্মীমোড় গ্রামের আনিছুর রহমানের ছেলে। রাঙ্গা একই গ্রামের সোবাহান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিপুল ও রাঙ্গা মোটরসাইকেলে বাড়ি থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল। ঘুণ্টিঘর নামক এলাকায় পৌঁছালে সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বিপুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। রাঙ্গা মারাত্মক আহত হন। স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং রাঙ্গাকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ট্রাকের চালক পালিয়ে গেছেন। বিপুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা-পুলিশের হেফাজতে রয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে