গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসচাপায় তপন সাহা (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত ৯ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট উত্তরা ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তপন সাহা ধাপেরহাট ইউনিয়নের বড় সাহাপাড়া গ্রামের মৃত্যু হরিপদ সাহার ছেলে। তিনি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে ধাপেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে তপন সাহা বাড়ি ফিরছিলেন। পালানপাড়ার উত্তরা ব্যাংকের সামনে ফোর লেন সড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে গুরুতর আহত হন তপন। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকুর আলী বলেন, বাসের চাপায় নিহত ব্যবসায়ী তপন সাহার মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাটি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে